মর্গেডোম (মর্গ কর্মী) হিসাবে কাজ করত শিবা। সে জানত না, একদিন তার লাশ কাটা ঘরেই দেখতে হবে তার ভালোবাসার মানুষ উমার নিথর দেহ। ঝড়-বৃষ্টির এক রাতে বহরমপুরের মহকুমা হাসপাতালের মর্গে আসে উমার দেহ। এরপর কী হয়? এই সাসপেন্স নিয়েই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আতিউল ইসলাম পরিচালিত সাইকোথ্রিলার ছবি ‘দানব’ (Danob)। আগামী ১২ ডিসেম্বর সিনেমাটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে।
পরিচালক আতিউল ইসলাম জানিয়েছেন, “ডিসেম্বরের ১২ তারিখ ‘দানব’ মুক্তি পাচ্ছে। এটি মূলত একটি থ্রিলার সিনেমা, যাকে সাইকোথ্রিলার বলা চলে। এর মধ্যে একটি বিশেষ বার্তা রয়েছে, যা সিনেমা দেখলে দর্শক বুঝতে পারবেন। কমার্শিয়াল দিকটিকে মাথায় রেখেও আমি সবসময় দর্শকদের একটি বার্তা দেওয়ার চেষ্টা করি। যেমন আমার আগের সিনেমা ‘কিশলয়’ এবং ‘ফতেমা’-তেও বার্তা ছিল। আমি মনে করি একটি সিনেমা সমাজকে ভালো পথে নিয়ে আসতে পারে।”
কঠিন বাস্তব ও আরজি কর কাণ্ডের কাকতালীয় মিল
পরিচালক আরও জানান, এই ছবিতে বর্তমান সমাজের কঠিন বাস্তব দেখানো হয়েছে। মানুষের নৃশংসতা কতটা চরমে পৌঁছাতে পারে, সেই দিকটি উঠে আসবে। একজন মানুষ তার ভালোবাসার মানুষের জন্য কতটা আত্মত্যাগ করতে পারে, সেই ছবিও দেখা যাবে এই সিনেমায়। ছবির চিত্রনাট্য লিখেছেন অনুভব ঘোষ। আতিউল ইসলাম একটি কাকতালীয় বিষয়ের দিকে ইঙ্গিত করে বলেন, ছবির সঙ্গে দর্শক কিছুটা আরজি কর কাণ্ডের মিল খুঁজে পাবেন, যদিও ছবির চিত্রনাট্য আরজি কর কাণ্ডের আগেই লেখা হয়েছিল।
রূপম-সমিধের প্রথম জুটি, জাভেদ আলির কণ্ঠে গান
‘দানব’ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সমিধ মুখোপাধ্যায়, সঙ্গে আছেন দেবজ্যোতি কর। এই ছবিতে একটি গান গেয়েছেন রূপম ইসলাম। মজার বিষয় হল, বহুদিনের বন্ধু হলেও এই প্রথম রূপম ইসলাম ও সমিধ মুখোপাধ্যায় একসঙ্গে কাজ করলেন। এছাড়াও একটি গান গেয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক জাভেদ আলি। গানটির রেকর্ডিং হয়েছে মুম্বইতে।
গান প্রসঙ্গে একটি মজার ঘটনা শেয়ার করেন পরিচালক। তিনি বলেন, “গানটির কথা ছিল ‘আহ্লাদি’। জাভেদ আলি যেহেতু খুব একটা বাংলা জানেন না, তিনি ‘আহ্লাদি’ শুনে হয়তো ‘আল্লাহ্’ ভেবেছিলেন এবং মন থেকে ফিলিংস নিয়ে গান গেয়েছিলেন। অবশেষে গানটা খুব সুন্দর হয়েছে।”
উমা চরিত্রে রূপসা: ‘জীবনটা বদলে যায়’
এই ছবিতে উমা চরিত্রে অভিনয় করেছেন রূপসা মুখোপাধ্যায়। তিনি বলেন, “আতিউলদার সঙ্গে এটা আমার প্রথম কাজ। তিনি শিল্পীদের অভিনয়ের ক্ষেত্রে যথেষ্ট স্পেস দেন। খুব মজা করে কাজ করেছি। আমার চরিত্রের নাম উমা। তার চোখে অনেক স্বপ্ন। সে ভবিষ্যতে বাবাকে ভালো রাখা এবং সুখে সংসার করার স্বপ্ন দেখে। নার্সিংয়ের কাজ নিয়ে কলকাতা আসার পরেই তার জীবনটা বদলে যায়। সেটা কী বা কেন, তার জন্য সিনেমাটা দেখতে হবে।”
অভিনেত্রী দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দর্শক হলমুখী হচ্ছেন, এটা ভালো ব্যাপার। আজ দর্শকরা হলে এসে এই সিনেমা দেখলে আমাদের পরিশ্রম সার্থক হবে।”
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, রূপসা মুখোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, পিয়ার খান, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, হিয়া রায়, অনিন্দিতা সোম, শ্রেয়া হালদার-সহ আরও অনেকে।