বিরাটকে ছুঁতে রাঁচির মাঠে ‘বাংলার ছেলে’! ১,৬০০ কিমি সাইকেল চালানো সেই ভক্তের পরিচয় জেনে নিন

মহেন্দ্র সিং ধোনির শহরে রবিবারের ক্রিকেট ম্যাচে ‘বিরাট’ সেঞ্চুরির সঙ্গেই ঘটে গেল এক নাটকীয় ঘটনা। স্টেডিয়ামের নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠে ঢুকে পড়েন এক অনুরাগী, যিনি সরাসরি ছুটে গিয়ে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির পায়ে লুটিয়ে পড়েন। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যায় এবং পরে পুলিশ তাকে আটক করে।

তবে কে এই অত্যুৎসাহী অনুরাগী? খোঁজ নিয়ে জানা গেছে, বিরাটের পা ছোঁয়া এই ফ্যান পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। তাঁর নাম সৌভিক মুর্মু, বাড়ি আরামবাগের হরিণখোলা এলাকার মধুপুর আদিবাসী গ্রামে। সৌভিক মুর্মুর এই কাণ্ড মনে করিয়ে দিল চলতি বছর আইপিএলে ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির পা ছোঁয়া আরেক ফ্যান, ১৮ বছর বয়সী ঋতুপর্ণ পাখিরাকে।

পরিবারের বক্তব্য: ‘ভগবানকে ছোঁয়ার সুপ্ত বাসনা’

‘ভগবান’ বিরাট কোহলিকে স্পর্শ করার সুপ্ত বাসনা নিয়েই সৌভিক যে বাড়ি থেকে রওনা হয়েছিলেন, তা জানিয়েছেন তাঁর মা মঙ্গলী মুর্মু। অতীতে প্রায় ১৬০০ কিলোমিটারেরও বেশি সাইকেল চালিয়ে চেন্নাইয়ে কোহলির খেলা দেখতে যাওয়ার নজির রয়েছে তাঁর।

অন্যদিকে, সৌভিকের বাবা সমর মুর্মু জানান, রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রাঁচি পুলিশের কাছ থেকে ফোন পান তিনি। পুলিশ তাঁকে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে জানায়। এরপর থেকেই উদ্বিগ্ন পরিবার ছেলেকে ফিরিয়ে আনতে সোমবার রাঁচির উদ্দেশে রওনা দিয়েছে।

নিরাপত্তা ভেঙে ছেলের এই কীর্তি সৌভিকের পরিবার একেবারেই ভালো চোখে দেখছে না। তবে তাদের দাবি, আবেগ নিয়ন্ত্রণ করতে না-পেরেই সৌভিক এই কাণ্ড ঘটিয়েছে। সমর মুর্মু সংবাদমাধ্যমকে জানান, “আমরা জানি এটা ভীষণই অপরাধ করে ফেলেছে। আবেগের বশেই এটা করেছেও। আমার ছেলের স্বপ্ন ছিল বিরাট কোহলিকে স্পর্শ করা। আমি বারণ করেছিলাম স্টেডিয়ামে অনেক নিরাপত্তা থাকে, কিন্তু কথা শুনল না। স্বপ্নপূরণ করতে গিয়ে সমস্যায় পড়েছে। আমরা আজই ছেলেকে আনতে যাব।” গোটা ঘটনায় হতবাক প্রতিবেশীরাও।

উল্লেখ্য, রবিবারের এই ম্যাচে বিরাট কোহলির ১২০ বলে ১৩৫ রানের ইনিংসের সুবাদে ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয় করে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy