সব প্রমাণ আছে’—তৃণSIR বিতর্ক তুঙ্গে, ‘সব অবৈধ ভোটারের নাম কাটব, আমাদের কাছেমূলকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR (Special Intensive Revision) নিয়ে গোটা বঙ্গ রাজনীতি যখন উত্তপ্ত, ঠিক তখনই শাসকদল তৃণমূলকে ফের তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করেন। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে, ভোটার তালিকা থেকে সব ‘অবৈধ’ ভোটারের নাম বাদ দেওয়া হবে। তাঁর কথায়:

“SIR-এর নামে তৃণমূল যে খেলা শুরু করেছে, তা আর চলবে না। আমাদের কাছে সব প্রমাণ আছে। আমরা সব অবৈধদের নাম কাটব।”

শুভেন্দু অধিকারীর এই মন্তব্য এমন সময় এলো, যখন দিল্লিতে SIR প্রক্রিয়ায় ৪০ জনের মৃত্যুর অভিযোগ নিয়ে তৃণমূলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে এসেছে।

বিরোধী দলনেতার এই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর ইঙ্গিত, তৃণমূল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটার তালিকায় অবৈধ ব্যক্তিদের নাম যুক্ত করার চেষ্টা করছে এবং এই সংক্রান্ত সমস্ত তথ্য ও প্রমাণ বিজেপির হাতে রয়েছে। তাঁর এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে, এবং ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া আরও কঠিন ও বিতর্কিত হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy