বাবার প্রয়াণে প্রথমবার জনসমক্ষে সানি-ববি, ধর্মেন্দ্রর প্রার্থনা সভায় তারকাদের ঢল, ভেজা চোখে অভ্যর্থনা জানালেন ছেলেরা

২৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর মৃত্যুতে দেওল পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। স্বামীর মৃত্যুর পর বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় প্রথমবার নীরবতা ভাঙেন স্ত্রী হেমা মালিনী। বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ের একটি হোটেলে অভিনেতার আত্মার শান্তির জন্য প্রার্থনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানেই বাবার মৃত্যুর পর প্রথমবার জনসমক্ষে এলেন দুই ছেলে সানি দেওল ও ববি দেওল।

সানি-ববির আবেগতাড়িত অভ্যর্থনা:

প্রয়াত ধর্মেন্দ্রর পরিবার আয়োজিত এই প্রার্থনা সভায় চলচ্চিত্র জগতের সদস্যরা শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন। সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সানি এবং ববি দেওল গেটে দাঁড়িয়ে অতিথিদের স্বাগত জানাচ্ছেন।

সাদা পোশাকে দু’জনকেই গম্ভীর এবং আবেগতাড়িত দেখাচ্ছিল।

বাড়ির বড় ছেলে সানি দেওল হাত জোড় করে এবং ভেজা চোখে অতিথিদের ‘নমস্কার’ ভঙ্গিতে অভ্যর্থনা জানান। ববিকে তাঁর পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তাঁদের সঙ্গে ছিলেন সানির ছেলে করণ দেওল এবং ধর্মেন্দ্রর ভাইপো অভয় দেওল।

তারকাদের ঢল:

কিংবদন্তি অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক প্রথম সারির তারকা। আগত অতিথিদের মধ্যে ছিলেন:

শাহরুখ খানের পরিবার

সলমন খান

ঐশ্বর্য রাই বচ্চন

রেখা, আদিত্য রয় কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা।

মালাইকা অরোরা, আরবাজ খানের ছেলে আরহান খান, সীমা খান।

জ্যাকি শ্রফ, সুনীল শেঠ্ঠী, শরমন জোশি।

আমিশা প্যাটেল, ফারদিন খান, সনু সুদ, অনু মালিক, সুভাষ ঘাই, আব্বাস-মাস্তান, অনিল শর্মা, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, পূজা হেগড়ে, নিমরত কৌর প্রমুখ।

প্রার্থনা সভার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে। অনুরাগীরাও অভিনেতাকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন এবং দেওল পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy