কর্মক্ষেত্রে পেশাদারি আচরণের বেড়াজাল পেরিয়ে অফিস রোমান্সের প্রবণতা কিন্তু চলতেই থাকে—আর এই রোমান্সের তালিকায় বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। ইউগভ-এর সহযোগিতায় অ্যাশলে ম্যাডিসন নামে একটি ডেটিং প্ল্যাটফর্ম কর্তৃক পরিচালিত একটি আন্তর্জাতিক সমীক্ষায় এই তথ্য সামনে এসেছে।
১১টি দেশের মোট ১৩ হাজার ৫৮১ জন প্রাপ্তবয়স্ক মানুষকে নিয়ে এই সমীক্ষাটি চালানো হয়। সেই সমীক্ষাতে দেখা যায়, মেক্সিকো প্রথম স্থানে থাকলেও, আমেরিকা বা ইউরোপের কোনও দেশকে টপকে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
লিঙ্গভিত্তিক প্রবণতায় পার্থক্য:
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, পুরুষরা মহিলাদের তুলনায় বেশি সংখ্যায় অফিস রোমান্সে জড়িয়ে পড়েন।
-
পুরুষদের মধ্যে ৫১ শতাংশ মানুষ মহিলা সহকর্মীর প্রতি আকৃষ্ট হন।
-
সেই জায়গায় মহিলাদের মধ্যে মাত্র ৩৬ শতাংশের মধ্যে এই আকর্ষণ কাজ করে।
সমীক্ষায় দেখা গেছে, ভারতীয়দের মধ্যে সহকর্মীর সঙ্গে প্রেম ভালবাসায় জড়ানোর প্রবণতা প্রবলভাবে বেশি। ভারতের কর্মক্ষেত্রগুলি পেশাদারি আচরণ এবং নিয়মনীতি সম্পর্কে কর্মীদেরকে স্পষ্ট ধারণা দিলেও, ১০ জনের মধ্যে ৪ জনই অফিস রোমান্সে জড়িয়ে পড়েন।
মজার ব্যাপার, অফিস রোমান্সের বিষয়টি এখন আর মহানগরীগুলোতেই সীমাবদ্ধ নেই; ছোট শহরগুলোও এখন এই জোয়ারে গা ভাসিয়েছে। তবে সমীক্ষায় একটি ইতিবাচক দিকও দেখা গেছে—বর্তমান প্রজন্মের ১৮ থেকে ২৪ বছর বয়সী ছেলেমেয়েরা এই ব্যাপারে খুবই সতর্ক থাকেন।