নেপাল সীমান্ত সংলগ্ন জাতীয় সড়কে বড় সাফল্য! ভূষির বস্তার তলায় লুকিয়ে ৭৭ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

পুলিশ আবারও একটি বড়সড় মাদক পাচার চক্রের হদিস পেল। নেপাল সীমান্ত সংলগ্ন কুরলী কোট থানা এলাকার ৩২৭ ই জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিং চলাকালীন কর্ণাটকগামী একটি ট্রাক থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ গাঁজা (Ganja Smuggling)। ট্রাকটির ভিতরে ভূষির বস্তার তলায় লুকিয়ে রাখা হয়েছিল ৭৭ কেজি গাঁজা, যার বাজারমূল্য আনুমানিক ৩৮ লক্ষ টাকারও বেশি।

ধৃত ৩ এবং চক্রের পরিচয়:
এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন:

কর্ণাটকের হাসান জেলার সোমনাহালির বাসিন্দা ভেকটা রামু (৩০)

অসমের সুনিতপুর জেলার লালবাতি থানার বাসিন্দা প্রদীপ কেবট (৩২)

কোচবিহার জেলার শীতলকুচির বাসিন্দা কৃত্তিবাস সরকার (৪০)

পুলিশের অনুমান, এই তিনজনই একটি আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সক্রিয় সদস্য।

নির্বাচনের আগে তল্লাশি ও পাচারের রুট:
বিহার বিধানসভা নির্বাচন সামনে রেখে গোটা রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কড়া করা হয়েছে। এরই অংশ হিসেবে জাতীয় সড়কে নিয়মিত নাকা চেকিং চলছিল। সেই সময় কর্ণাটক নম্বরের ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ কর্মীরা তল্লাশি শুরু করেন এবং গাঁজার বিপুল চালানটি উদ্ধার করেন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা অসম থেকে কর্ণাটকের দিকে পাচার করা হচ্ছিল। পুলিশের অনুমান, এই রুট ব্যবহার করে চক্রটি একাধিকবার মাদক পরিবহন করেছে।

পুলিশ সুপার সাগর কুমার জানিয়েছেন, “আমরা এই পাচারচক্রের মূল সূত্রধরদের চিহ্নিত করার চেষ্টা করছি। এটি শুধু একটি স্থানীয় ঘটনা নয়, বরং আন্তঃরাজ্য মাদক পাচারের সঙ্গে যুক্ত একটি বড় নেটওয়ার্ক। ধৃতদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরেই সীমান্তবর্তী এলাকাগুলিতে অপরিচিত গাড়ি ও ট্রাকের আনাগোনা বেড়েছে। তাই প্রশাসন জানিয়েছে, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক পাচার রুখতে এই রুটে নজরদারি আরও শক্ত করা হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy