আলো ঝলমলে মঞ্চ, উচ্চস্বরে মিউজিক এবং ২৫,০০০ এরও বেশি ভক্তের ভিড়—এক দশকেরও বেশি সময় পর মুম্বাইয়ে ফিরে এসে এনরিক ইগলেসিয়াস তাঁর ‘Hero’-এর মতো জনপ্রিয় গানে মাতিয়ে তুললেন শ্রোতাদের। ভক্তরা সেই বিশেষ রাতটি ক্যামেরাবন্দী করতে ফোন তুলে নেচেছিলেন, তবে রাতের আনন্দ শেষে সেই ফোনই ডেকে আনল চরম হতাশা।
কারণ, কনসার্ট শেষ হতেই প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ৭৩টি মোবাইল ফোন চুরি হয়ে গেছে বলে খবর। এই ঘটনায় ক্ষুব্ধ ও হতবাক ভক্তরা।
এমএমআরডিএ গ্রাউন্ডে ‘চুরির কনসার্ট’
প্রায় ২১ বছরেরও বেশি সময় পর ভারতে আসেন গ্র্যামি-জয়ী শিল্পী এনরিক ইগলেসিয়াস। মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের এমএমআরডিএ গ্রাউন্ডে তাঁর এই কনসার্ট উপভোগ করতে এসেছিলেন বলিউড তারকা, সাংবাদিক এবং সাধারণ ছাত্রছাত্রী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। অনুষ্ঠানে এক ভক্ত মঞ্চে ফোন ছুঁড়ে দিলে এনরিক সেটি ধরে সেলফি তুলে আবার ভিড়ের মধ্যে ফেরতও দেন। সেই মুহূর্তের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।
তবে, এই আনন্দের আড়ালে লুকিয়ে ছিল বিপদ। পুলিশ রিপোর্ট অনুসারে, কনসার্টের ভিড়ের মধ্যে অন্তত ৭৩টি মোবাইল ফোন চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য ২৩.৮৫ লাখ টাকা। এ ঘটনায় এখন পর্যন্ত ৭টি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (FIR) দায়ের করা হয়েছে। হোটেল কর্মী, সাংবাদিক এবং ছাত্র-ছাত্রীসহ বহু ভুক্তভোগী তাঁদের ডিভাইস হারানোর কথা জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা বড় শহরের কনসার্টগুলোর এক কঠিন বাস্তবতাকে তুলে ধরে। টিকিট মূল্য যেখানে কমপক্ষে ৭,০০০ টাকা ছিল, সেখানে এত দামি ফোন চুরি হওয়ায় ভক্তদের ক্ষতি হয়েছে প্রচুর। প্রতিবেদন অনুযায়ী, “এই ঘটনা বড় শহরের কনসার্টগুলির কয়েকটি কঠোর বাস্তবতাকে উন্মোচিত করে। চাকচিক্যের সঙ্গে ঝুঁকিও আসে।” হাজার হাজার ফ্লাশিং ক্যামেরা যখন সামনে ভিড় করে, তখন তা অপরাধীদের জন্য সহজ লক্ষ্য হয়ে ওঠে।
যে ভক্তরা একবারের জন্য হলেও প্রিয় শিল্পীর গান শুনতে এসেছিলেন, তাঁদের জন্য সেই স্মৃতি এখন হতাশা এবং উদ্বেগের। এই রাতটি উদযাপন এবং সতর্কতার এক মিশ্রণ, যা মনে করিয়ে দিল—আলো ঝলমলে মঞ্চের পিছনে নিরাপত্তা আজও এক বড় চিন্তা।