‘SIR’ নিয়ে হাইকোর্টে বড় ধাক্কা! বিচারপতিদের নজরদারিতেই কি তদন্ত? আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় যা বললেন

রাজ্যের বহু আলোচিত ‘SIR’ (State Investigation Report) তদন্ত ইস্যুতে এবার বড়সড় পদক্ষেপ নিল জনৈক নাগরিক সমাজ। তদন্তের নিরপেক্ষতা এবং গতি নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হল এক নজিরবিহীন জনস্বার্থ মামলা (PIL)। মামলাকারীদের মূল আবেদন—এই স্পর্শকাতর তদন্ত প্রক্রিয়ার উপর আদালতের সরাসরি নজরদারি ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা হোক।

বিষয়টি নিয়ে আদালতে শোরগোল ফেলে দিয়েছেন বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। মামলাকারী পক্ষের হয়ে সওয়াল করতে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “আমরা চাইছি এই তদন্তে যেন কোনওভাবেই রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ না হয়। বর্তমানে SIR যে পদ্ধতিতে এগোচ্ছে, তাতে বহু গুরুত্বপূর্ণ তথ্যের আড়ালে চলে যাওয়ার আশঙ্কা থাকছে। তাই, আদালতের বিচারপতিদের সরাসরি তত্ত্বাবধানে এই তদন্ত চললে তবেই রাজ্যের মানুষ সঠিক বিচার পাবেন।”

মামলার মূল দাবি: হাইকোর্টের এক বা একাধিক বিচারপতির নেতৃত্বাধীন প্যানেলের তত্ত্বাবধানে SIR তদন্তের প্রক্রিয়া সম্পন্ন করা।

গুরুত্ব: এই মামলা গৃহীত হলে, তা রাজ্যের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করবে, যেখানে তদন্তের গতিপথ সরাসরি আদালতের হাতে থাকবে।

আইনজীবী চট্টোপাধ্যায়ের এই মন্তব্য স্বভাবতই রাজ্যের রাজনৈতিক মহলে তোলপাড় ফেলেছে। বিরোধীরা এই পদক্ষেপকে ‘তদন্তের উপর অনাস্থা’ হিসেবে দেখছেন, অন্যদিকে শাসকদলের পক্ষ থেকে বিষয়টি বিচারাধীন বলে মন্তব্য করা হয়েছে।

এখন দেখার, হাইকোর্ট এই জনস্বার্থ মামলা গ্রহণ করে SIR-এর তদন্তে কোনও ঐতিহাসিক রায় দেয় কি না। আদালতের পরবর্তী শুনানির দিকেই তাকিয়ে গোটা রাজ্য।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy