এসআইআর-এর মাঝেই রহস্য! চুঁচুড়ায় জেলাশাসকের দপ্তরের কাছেই গঙ্গার পাড়ে ছড়ানো ভোটার তালিকা, জল্পনা তুঙ্গে

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে যখন বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর (Special Integrated Revision – SIR) নিয়ে রাজনৈতিক মহলে চরম উত্তেজনা, ঠিক তখনই হুগলির চুঁচুড়ায় গঙ্গার পাড়ে গুচ্ছ গুচ্ছ ভোটার তালিকা (SIR) ছড়ানো অবস্থায় উদ্ধার হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার রূপনগর মাঠের গঙ্গার ঘাটের ধারে, যা হুগলির জেলাশাসকের দপ্তর থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে।

গঙ্গার পাড়ে রহস্যজনকভাবে ভোটার তালিকা

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা গঙ্গার ধারে হাঁটতে গিয়ে ওই কাগজগুলি পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখেই বোঝা যায়, সেগুলি ভোটার তালিকা। সঙ্গে সঙ্গে বিষয়টি প্রশাসন ও পুলিশের কাছে জানানো হয়।

এই ঘটনায় এলাকায় নতুন জল্পনা তৈরি হয়েছে। সাধারণ মানুষ ও স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, এসআইআর-এর মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার মাঝে এত ভোটার তালিকা গঙ্গার পাড়ে কীভাবে এল? যদিও এখন পর্যন্ত এই ঘটনায় কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। চুঁচুড়া থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

রাজনৈতিক তরজা তুঙ্গে

আসন্ন নির্বাচনের আগে এসআইআর কার্যক্রম ঘিরে রাজ্যের শাসক ও বিরোধী দলের মধ্যে চাপান-উতোর চলছেই। এই ঘটনা সেই বিতর্কে নতুন ইন্ধন জুগিয়েছে।

তৃণমূল কংগ্রেসের দাবি, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

বিজেপি নেতা স্বপন পাল বলেন, “এসআইআর-এ ভুয়ো, মৃত ও অবৈধ ভোটারদের নাম বাদ পড়বে, তাতেই তৃণমূল শঙ্কিত হয়ে পড়েছে। ভোটার তালিকা কোন সালের, তা প্রশাসনকে খতিয়ে দেখা দরকার। এসআইআর আবহে কেন এতগুলো ভোটার তালিকা ফেলে দেওয়া হল, সেটার সম্পূর্ণ তদন্ত হওয়া উচিত।”

উল্লেখ্য, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে সাম্প্রতিক তালিকা মিলিয়ে ম্যাপিং শুরু করেছেন ব্লক লেভেল অফিসাররা (BLO)। এই পরিস্থিতিতে ভোটার তালিকা গঙ্গার পাড়ে পড়ে থাকার ঘটনা প্রশাসনের সামনে বড়সড় ধোঁয়াশা তৈরি করেছে। কে বা কারা এই গুরুত্বপূর্ণ নথি এমনভাবে ফেলে দিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy