অসমের কোকরাঝাড়ে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের কোকরাঝাড় ও সালাকাঠি স্টেশনের মাঝে গভীর রাতে এই বিস্ফোরণ ঘটে। এর তীব্রতায় আপ লাইনের একটা অংশ এবং রেল স্লিপার ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গিয়েছে, বুধবার রাত ১টা নাগাদ এই ঘটনাটি ঘটে। সেই সময় সালাকাটি ও কোকরাঝাড় স্টেশনের মধ্য দিয়ে যাচ্ছিল একটি ‘আপ আজারা সুগার’ মালগাড়ি। ট্রেনের ম্যানেজার একটি তীব্র ঝাঁকুনি অনুভব করার সঙ্গে সঙ্গেই দ্রুত ট্রেন থামানোর নির্দেশ দেন। পরে পরীক্ষা করে দেখা যায়, রেললাইনের একটা অংশ বিস্ফোরণের কারণে উড়ে গিয়েছে।
এই ঘটনার জেরে রেললাইনের আশেপাশের এলাকার মানুষজন রাতে বিকট শব্দ শুনতে পান। স্থানীয়দের অভিযোগ, বিস্ফোরণের তীব্রতায় একাধিক বাড়িও কেঁপে ওঠে।
প্রাথমিকভাবে রেললাইনে বোমা বিস্ফোরণ হয়েছে বলে অনুমান করা হচ্ছে। রেললাইনে বিস্ফোরণের ঘটনা অসমে নতুন নয়। এর আগেও একাধিকবার গ্রেনেড বিস্ফোরণ ও চলন্ত ট্রেনে আইইডি বিস্ফোরণ ঘটেছে। ফলে, এবারও এই ঘটনার পিছনে নাশকতার বড়সড় আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, “গোটা বিষয়টির তদন্তের ভার অসম পুলিশকে দেওয়া হয়েছে। আমরা বৃহস্পতিবার ভোর ৫টার মধ্যেই ট্রেন চলাচল ফের স্বাভাবিক করতে পেরেছি।”
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) ও রেল কর্তৃপক্ষ। এই বিস্ফোরণের জেরে সাময়িকভাবে প্রায় ৮টি ট্রেন দেরিতে চলে। তবে দ্রুত রেললাইন মেরামতির কাজ হওয়ায় বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।