বিনোদন জগতে আরও এক নক্ষত্রপতন। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা এবং জনপ্রিয় কৌতুকাভিনেতা রাজু তালিকোট। উদুপির মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
শ্যুটিং শেষ করার পরই আকস্মিক ছন্দপতন:
সূত্রের খবর অনুযায়ী, রবিবার সন্ধ্যা ৬টার দিকে অভিনেতা তাঁর আসন্ন একটি ছবির শ্যুটিং শেষ করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মধ্যরাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন, যার পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেতা শাইন শেঠি জানিয়েছেন, রাজু তালিকোটের আচমকা শ্বাসকষ্ট শুরু হয়েছিল। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মুহূর্তের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই জনপ্রিয় শিল্পী।
বিজয়পুর জেলার সিন্দাগি তালুকের চিক্কাসিন্দগি গ্রামের বাসিন্দা রাজু তালিকোট, তাঁর মাতাল চরিত্রে অভিনয়ের জন্য কন্নড় চলচ্চিত্র জগতে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। অভিনেতা-কমেডিয়ান হিসেবে তিনি চলচ্চিত্রের পাশাপাশি উত্তর কর্ণাটকের তালিকোটির ‘খাসগেশ্বর ড্রামা বোর্ড’-এরও মালিক ছিলেন। তাঁর অভিনীত শেষ ছবিটি ছিল শাইন শেঠির সঙ্গে।
বিগ বস থেকে জনপ্রিয় সিনেমা:
রাজেসাবা মাকতুমাসাব তালিকোটি নামে পরিচিত এই অভিনেতা একাধিক সফল কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে রয়েছে— ‘মানসারে’, ‘পঞ্চারঙ্গি’, ‘লাইফ ইজ দ্যাট’, ‘রাজধানী’, ‘আলেমারি’, ‘ময়না’ এবং ‘টোপিওয়ালা’। বড় পর্দার পাশাপাশি তিনি বেশ কয়েকটি টিভি শোতেও কাজ করেছেন এবং ‘বিগ বস কন্নড়’-এর সপ্তম সিজনে অংশগ্রহণ করে দর্শকদের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন।
অভিনেতার ছেলে জানিয়েছেন, বিজয়পুরায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। রাজু তালিকোটির আকস্মিক মৃত্যুতে কন্নড় চলচ্চিত্র শিল্প এবং থিয়েটার শিল্পে গভীর শোকের ছায়া নেমে এসেছে।