সুইডেন থেকে মুম্বইয়ে এসে বলিউডে নিজের কেরিয়ার গড়ে তুলেছেন অভিনেত্রী এলি আভারাম (Elli AvrRam)। তাঁর এই যাত্রাপথে তিনি সবসময় বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)-কে পাশে পেয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এলি সলমনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন এবং জানিয়েছেন যে, বলিউডে নায়ক সবসময়ই তাঁর ‘রক্ষাকবচের’ মতো থেকেছেন।
সলমনকে দেবদূত বললেন এলি
এলি আভারাম প্রথমবার দর্শকের সামনে আসেন সলমন খান সঞ্চালিত রিয়্যালিটি শো **‘বিগ বস ৭’-**এর মাধ্যমে। সেই সময় থেকেই তাঁদের বন্ধুত্ব দর্শকদের খুব প্রিয় হয়ে ওঠে।
এলি সাক্ষাৎকারে বলেন, “সলমনের সঙ্গে আমার যে সম্পর্ক, আমি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। উনি সকলকে খুব আগলে রাখেন।” তিনি আরও বলেন, “আমি সত্যিই বিশ্বাস করি যে, তিনি আমার জীবনে এক ধরনের দেবদূতের মতো।”
কেন সলমনই তাঁর রক্ষাকবচ?
বলিউড ইন্ডাস্ট্রিতে বহিরাগত হিসেবে কাজ করার বিষয়ে এলি জানান, তিনি কখনওই সহজে কারও কাছে সাহায্য চাইতে পারতেন না। এমনকি, নিজের বাবার থেকেও তিনি কোনও বিষয়ে সাহায্য চাইতে পারেননি। কিন্তু সলমনের উপস্থিতি তাঁর জন্য ইন্ডাস্ট্রিতে সুরক্ষা দিয়েছে।
এলি বলেন:
“ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে অন্যান্য মেয়েদের অভিজ্ঞতা শুনে আমি অবাক হয়েছি। কিন্তু অনেকেই সলমনকে ভয় পান। তাই কেউ খারাপ আচরণ করার সাহস পায় না। এটা এক সুন্দর রক্ষাকবচ, এবং আমি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ।”
প্রসঙ্গত, ‘বিগ বস ৭’-এ এলির নিষ্পাপ এবং ইতিবাচক মনোভাব সলমনের দৃষ্টি আকর্ষণ করেছিল। সেই একই বছর তিনি মণীষ পলের বিপরীতে ‘মিকি ভাইরাস’-এর হাত ধরে বলিউডে ডেবিউ করেন।
এলি পরে কপিল শর্মার কমেডি-ড্রামা ‘কিস কিস কো প্যায়ার করুঁ’ এবং ‘হার ফান মওলা’-র মতো জনপ্রিয় আইটেম গান দিয়ে খ্যাতি অর্জন করেন।
এদিকে, সলমন খান বর্তমানে অপূর্ব লখিয়া পরিচালিত তাঁর আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন, যা ২০২০ সালের গালওয়ান উপত্যকা সংঘর্ষের উপর ভিত্তি করে তৈরি।