বলিউডের জনপ্রিয় পরিচালক বিক্রম ভাট (Vikram Bhatt) এবার বড় বিপদের মুখে। তাঁর অভিযোগ, মুম্বইয়ের আন্ধেরিতে তাঁর অফিস থেকে একাধিক ব্যক্তিগত হার্ড ডিস্ক এবং মোবাইল ফোন চুরি গিয়েছে। এই কাজে তাঁর সংস্থারই দুই কর্মী জড়িত বলে পরিচালকের সন্দেহ। ইতিমধ্যেই ভারসোভা থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
ধৃত দুই অভিযুক্তের নাম জিতেন্দ্র শর্মা এবং রাকেশ পানিগ্রাহী। বিক্রম ভাট এবং তাঁর প্রযোজনা সংস্থার ম্যানেজার নাসির খান এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
৫-৬ হাজার টাকায় বিক্রি হচ্ছিল গোপন ফুটেজ
পরিচালক জানান, গত মার্চ মাস থেকে তাঁর অফিস থেকে একের পর এক হার্ড ডিস্ক নিখোঁজ হতে শুরু করে। বিক্রম ভাটের সন্দেহ, সেই হার্ড ডিস্কগুলোতে থাকা চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ শুটিং ফুটেজ গোপনে সরিয়ে নিয়ে বিক্রি করা হচ্ছে এবং সেগুলি বিকৃতভাবে ব্যবহার করা হচ্ছে।
সন্দেহ: অফিসের অ্যাকাউন্ট ম্যানেজার রাকেশ পানিগ্রাহী-র উপর সন্দেহ হওয়ায় তাঁকে নজরে রাখতে বলা হয়। তদন্তে দেখা যায়, রাকেশ ও জিতেন্দ্র মিলেই হার্ড ডিস্ক সরাচ্ছেন।
স্বীকারোক্তি: ১৩ সেপ্টেম্বর জিতেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে রাকেশের নির্দেশে প্রায় ১০টি হার্ড ডিস্ক বিক্রি করেছেন। প্রতিটি ডিস্ক থেকে তাঁদের আয় হয়েছে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা করে।
পরিস্থিতি জটিল হয়ে উঠলে দুই অভিযুক্ত ফোন সুইচ অফ করে গা-ঢাকা দেন। এরপরই পুলিশে অভিযোগ জানানো হয় এবং দ্রুত তদন্ত শুরু করে পুলিশ দু’জনকেই গ্রেফতার করে।
বিক্রম ভাটের মতে, চুরি যাওয়া হার্ড ডিস্কগুলিতে থাকা তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর, এবং সেগুলি বাইরে চলে যাওয়ায় তাঁর একাধিক প্রজেক্টের বড় ধরনের ক্ষতি হতে পারে। পুলিশ এখনও তদন্ত চালাচ্ছে।