স্কুল সার্ভিস কমিশন (SSC) তাদের প্রকাশিত ‘দাগি’ বা ‘অযোগ্য’ শিক্ষকদের তালিকায় পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম অন্তর্ভুক্ত করেছে। শনিবার প্রকাশিত হওয়া তালিকার ১২৬৯ নম্বরে তার নাম রয়েছে। এর পরপরই বিজেপি এই ঘটনা নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, এসএসসি ১৮০৬ জন ‘অযোগ্য’ শিক্ষকের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম দেখে স্থানীয় বিজেপি নেতা জয় সাহা বলেন, “এই দুর্নীতি পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছে। অযোগ্যরা চাকরি করবে আর যোগ্যরা ধর্মতলায় রাস্তায় বসে থাকবে, এটাই এখনকার শিক্ষা ব্যবস্থা।”
পুত্রবধূর নাম তালিকায় থাকা নিয়ে নির্মল ঘোষ প্রথমে সংবাদমাধ্যমকে বলেন, “কী হয়েছে তাতে?” পরে অবশ্য তিনি তার অবস্থান বদলে বলেন, “আইন তার নিজের পথে চলবে। সত্য একদিন সামনে আসবে। আমার কাছে এ বিষয়ে কোনো কাগজ নেই।” তিনি আরও বলেন, যেহেতু বিষয়টি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই সেখানেই সত্যি-মিথ্যা বেরিয়ে আসবে।
অন্যদিকে, শম্পা ঘোষ এই তালিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “আদালতে এসএসসি বারবার বলেছে যে ওএমআর শিট নষ্ট হয়ে গেছে। তাহলে কোন তথ্যের ভিত্তিতে তারা এই ‘যোগ্য-অযোগ্য’ তালিকা তৈরি করল?” এই প্রশ্নের উত্তর পেতে তিনি আদালতে যাবেন বলে জানিয়েছেন।