“কাশ্মীরে ঢুকিয়েছিল ১০০ জঙ্গি”- খতম কুখ্যাত ‘হিউম্যান জিপিএস’ সমন্দর চাচা

জম্মু ও কাশ্মীরের গুরেজ সেক্টরে বড় সাফল্য পেয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এনকাউন্টারে নিহত হয়েছে কুখ্যাত হিজবুল কমান্ডার বাগু খান, যাকে তার সঙ্গী সন্ত্রাসীরা ‘হিউম্যান জিপিএস’ নামে চিনত। ২৮শে আগস্ট রাতে নওশেরা নার এলাকায় ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে সে মারা যায়। তার সঙ্গে থাকা আরও এক পাকিস্তানি অনুপ্রবেশকারীও এই সংঘর্ষে নিহত হয়েছে। পরের দিন সকাল পর্যন্ত সেখানে তল্লাশি অভিযান ও গোলাগুলি চলে।

কে ছিল এই সমন্দর চাচা?

গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, সমন্দর চাচা ১৯৯৫ সাল থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঘাঁটি গেড়ে বসেছিল। গত তিন দশকে সে গুরেজ সেক্টরের পাহাড়ি পথ ব্যবহার করে ১০০টিরও বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটিয়েছে। এই এলাকার সব গোপন রাস্তা তার নখদর্পণে ছিল, যার জন্য সন্ত্রাসী সংগঠনগুলোর কাছে সে খুব গুরুত্বপূর্ণ ছিল। যদিও সে হিজবুল কমান্ডার ছিল, কিন্তু প্রায় সব বড় সন্ত্রাসী সংগঠনকেই অনুপ্রবেশের পরিকল্পনায় সাহায্য করত। এই কারণেই সন্ত্রাসীরা তাকে ‘হিউম্যান জিপিএস’ বলে ডাকত।

সন্ত্রাসী নেটওয়ার্কে বড় ধাক্কা

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সমন্দর চাচার মৃত্যু সন্ত্রাসী নেটওয়ার্কের জন্য এক বড় ধাক্কা। দীর্ঘদিন ধরে পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলো তার ওপর নির্ভর করেই অনুপ্রবেশের কাজ চালাত। গোয়েন্দারা মনে করছেন, এই সাফল্যের ফলে সীমান্ত দিয়ে ভবিষ্যতে অনেক অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে যাবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy