বিহারে ভোটার তালিকা সংশোধনের (SIR) প্রভাব এবার পশ্চিমবঙ্গেও পড়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার বর্ধমানের একটি প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেছেন। তিনি কমিশনকে উদ্দেশ্য করে একাধিক কড়া মন্তব্য করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্বাচন কমিশনকে বলেন, ‘প্লিজ বিজেপির ললিপপ হবেন না।’ তার অভিযোগ, ভোট এলেই নতুন করে ভোটার তালিকা সংশোধন বা NRC-এর নামে নাম কাটার চেষ্টা করা হয়। তিনি বলেন, ‘এসব করলে মানুষ কিন্তু ক্ষমা করবেন না।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমার ইচ্ছে করছে ইলেকশন কমিশনকে প্রণাম ও সালাম জানাতে।’
মোদীকে কটাক্ষ
মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘন ঘন বাংলা সফর নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন, ‘ভোট এলেই আপনি রোজ পরিযায়ী শ্রমিকের মতো আসছেন। আমি চাই আপনি রোজ আসুন। বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তাও ফ্রি—সবই তো পাচ্ছেন ফ্রিতে!’
প্রসঙ্গত, বিহারে SIR শুরু হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভোটার তালিকা নিয়ে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি বিএলও-দের (Booth Level Officer) বলেছেন, ‘বাংলায় কোনো ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়।’ তার এই মন্তব্যগুলি থেকে বোঝা যাচ্ছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে।