রাজ্যের মন্ত্রীরা সাধারণত রাস্তা পরিদর্শনে গাড়িতে করেই যান। কিন্তু শুক্রবার ঝাড়গ্রামে এক বিরল দৃশ্যের সাক্ষী হলো জনগণ। বেহাল রাস্তা নিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং বনমন্ত্রী বিরবাহা হাঁসদাকে কাদামাখা রাস্তায় হেঁটেই পরিদর্শন করতে হলো।
রাজ্যজুড়ে চলা ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের অংশ হিসেবে এদিন ঝাড়গ্রামের আটটি ব্লকে ১৬টি শিবির আয়োজন করা হয়েছিল। দুই মন্ত্রী প্রথমে বাঁধগোড়া প্রাথমিক স্কুলের শিবিরে যান। সেখানে পানীয় জলের অভাব এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভেঙে যাওয়ার মতো নানা বিষয়ে গ্রামবাসীরা অভিযোগ জানান।
এরপর দুপুরে তারা বিনপুর ১ ব্লকের বাঁদরবনী প্রাথমিক বিদ্যালয়ের একটি শিবির পরিদর্শনে যান। সেখানে গ্রামবাসীরা তাদের দেখে ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ ছিল, কেন্দডাংরি থেকে বাঁদরবনী পর্যন্ত প্রায় সাড়ে পাঁচশো মিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বারবার আবেদন করেও কোনো লাভ হয়নি।
কাদাপথে মন্ত্রীদের হাঁটা
গ্রামবাসীদের ক্ষোভ বাড়তে দেখে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত গ্রামবাসীদের অনুরোধে দুই মন্ত্রীই সেই বেহাল রাস্তা দিয়ে হাঁটেন। ছাতা মাথায় দিয়ে এবং পা টিপে টিপে তারা কাদাপথে চলেন। তাদের পিছনে পিছনে গ্রামবাসীরাও হেঁটে নিজেদের সমস্যার কথা বলতে থাকেন।
এলাকার বাসিন্দারা বলেন, “এটাকে রাস্তা না-বলে মাঠ বললেও ভুল হবে না। বৃষ্টির জলে গোটা রাস্তা কাদায় ভরে গেছে, মোরামের চিহ্নও নেই। আজ নিজেদের বিপাকে পড়ে মন্ত্রীদেরও এই পথে হাঁটতে হলো। দেখা যাক, এবার রাস্তার হাল ফেরে কি না।”
প্রশাসনের আশ্বাস
এই ঘটনার পর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মনোতোষ মাণ্ডি বলেন, রাস্তা সংস্কারের জন্য আট লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এবং ইতিমধ্যেই কাজ শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে। তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করে বলেন, খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে।