অনলাইন জুয়া খেলার অ্যাপ নিষিদ্ধ হওয়ার পরেই অনলাইন বেটিং সাইট চালানোর অভিযোগে কর্নাটকের এক বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্যাংটক থেকে চিত্রদুর্গ জেলার বিধায়ক কে.সি. বীরেন্দ্রকে গ্রেফতার করেছে। অভিযানে প্রায় ১২ কোটি টাকা নগদ এবং বিপুল পরিমাণ সোনা ও রুপো বাজেয়াপ্ত করা হয়েছে।
ইডি সূত্রে জানা গেছে, বিধায়ক কে.সি. বীরেন্দ্র তাঁর ভাই ও সহযোগীদের সঙ্গে মিলে King567 এবং Raja567-এর মতো কয়েকটি অনলাইন বেটিং সাইট চালাচ্ছিলেন। তাঁর ভাই কে.সি. থিপ্পাস্বামী দুবাই থেকে তিনটি কোম্পানির মাধ্যমে এই ব্যবসাটি পরিচালনা করতেন। বিধায়কের আরেক ভাই এবং ছেলেও এই কাজে যুক্ত ছিলেন।
বেআইনি বাজি ধরা এবং অনলাইন গেমিং র্যাকেটের বিরুদ্ধে তদন্ত করতে ইডি ২২ ও ২৩ আগস্ট দেশজুড়ে বড় অভিযান চালায়। গ্যাংটক, চিত্রদুর্গ, বেঙ্গালুরু, হুবলি, যোধপুর, মুম্বাই এবং গোয়াসহ ৩১টি জায়গায় তল্লাশি চালানো হয়। গোয়ার পাঁচটি বড় ক্যাসিনোতেও তল্লাশি করা হয়েছে।
এই অভিযানে ইডি যা যা বাজেয়াপ্ত করেছে:
প্রায় ১২ কোটি টাকা নগদ, যার মধ্যে ১ কোটি টাকা বিদেশি মুদ্রা।
প্রায় ৬ কোটি টাকার সোনা ও ১০ কেজি রুপো।
চারটি বিলাসবহুল গাড়ি।
১৭টি ব্যাংক অ্যাকাউন্ট এবং ২টি লকার।
বিধিায়ক বীরেন্দ্র তার সহযোগীদের সাথে গ্যাংটকে একটি ক্যাসিনো ভাড়া নেওয়ার চেষ্টা করছিলেন। তখনই ইডি তাকে হাতেনাতে ধরে ফেলে।