এশিয়া কাপ ২০২৫-এর জন্য ভারতীয় ক্রিকেট দল ঘোষণার পর থেকেই নানা বিতর্ক শুরু হয়েছে। এবার সেই বিতর্কে যোগ দিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তিনি সরাসরি বলেছেন, দল নির্বাচনের বৈঠকগুলো সরাসরি টেলিভিশনে দেখানো উচিত, যাতে স্বচ্ছতা বজায় থাকে।
কেন এই দাবি?
মনোজ তিওয়ারি মনে করেন, দল নির্বাচন নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয়। কেন একজন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হলো বা কেন অন্য একজনকে বাদ দেওয়া হলো, তার পেছনের কারণটা জনগণ জানতে পারে না। তিনি বলেন, “অনেক খেলোয়াড় যোগ্য হওয়া সত্ত্বেও সুযোগ পায় না। তাই আমি দীর্ঘদিন ধরে বলছি, এই ধরনের মিটিং সরাসরি সম্প্রচার করা হোক। এতে ক্রিকেটপ্রেমীরা বুঝতে পারবেন, নির্বাচকেরা কোন যুক্তিতে সিদ্ধান্ত নিচ্ছেন।”
গম্ভীর ও জয়সওয়াল বিতর্ক
মনোজ তিওয়ারি ভারতীয় দলের নতুন হেড কোচ গৌতম গম্ভীরের একটি পুরোনো মন্তব্যের প্রসঙ্গ টেনে এনেছেন। তিনি বলেন, “গম্ভীর একসময় বলেছিলেন, যশস্বী জয়সওয়ালকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়ার কোনো মানেই হয় না। অথচ এখন তিনি নিজে কোচ হওয়ার পর যশস্বী এশিয়া কাপের দলে নেই। শুধু তাই নয়, শ্রেয়স আইয়ারের সাম্প্রতিক পারফরম্যান্সও দুর্দান্ত। আইপিএলে যেভাবে সে দলকে নেতৃত্ব দিয়েছে, তাতে তাকে বাদ দেওয়ায় সবাই অবাক হয়েছে।”
আগরকরের ব্যাখ্যা
শ্রেয়স আইয়ার এবং যশস্বী জয়সওয়ালকে বাদ দেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক অজিত আগারকর বলেছেন, “যশস্বীর বাদ পড়াটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা দেখেছি অভিষেক শর্মা কতটা ভালো খেলেছে। তাছাড়া সে বলও করতে পারে, যা অধিনায়ককে সুবিধা দেয়। শ্রেয়সের ক্ষেত্রে বলতে পারি, তাকে বাদ দেওয়ার কোনো নির্দিষ্ট কারণ নেই। কিন্তু আমাদের মাত্র ১৫ জনকে নিয়ে দল গড়তে হয়েছে।”