মদ খেয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এক যুবক গাড়ি নিয়ে সোজা রেলের প্ল্যাটফর্মে ঢুকে পড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের মেরঠ ক্যানটনমেন্ট স্টেশনে। এই ঘটনায় শুক্রবার রাতে যাত্রীরা ভয়ে ছোটাছুটি শুরু করে দেন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি চার চাকার গাড়ি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং তার পাশ দিয়ে একটি ট্রেন দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। গাড়ির চালককে অন্য একজন ব্যক্তি কিছু বলছেন, যদিও কথাগুলি স্পষ্ট নয়। তবে ওই ব্যক্তির সঙ্গে কথা বলার পরই চালক গাড়িটি ঘুরিয়ে প্ল্যাটফর্মের ধার ঘেঁষে চালিয়ে বেরিয়ে যান।
পরে জানা যায়, গাড়ির চালকের নাম সন্দীপ। তিনি জিআরপিকে (Government Railway Police) জানিয়েছেন যে তিনি আর্মিতে কর্মরত এবং বাগপতের বাসিন্দা। যে গাড়িতে করে তিনি এসেছিলেন, সেটির রেজিস্ট্রেশন নম্বর ঝাড়খণ্ডের।
মোরাদাবাদের জিআরপি এসপি তাঁর এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলে এই ঘটনা সম্পর্কে লেখেন, “মেরঠের জিআরপি এবং আরপিএফ (Railway Protection Force) ওই যুবককে ধরেছে। তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার, তা নেওয়া হবে।”
In UP’s Meerut, aan drove his car inside the railway station into the platform – very close to a departing train. pic.twitter.com/XPmVXn3e7x
— Piyush Rai (@Benarasiyaa) August 2, 2025
এই ঘটনায় রেলওয়ে প্ল্যাটফর্মের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, যেখানে একজন মদ্যপ ব্যক্তি গাড়ি নিয়ে প্ল্যাটফর্মে প্রবেশ করতে সক্ষম হয়েছেন। কর্তৃপক্ষের তরফে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।