“কিছু টাকা ধার দিতে পারবেন?”, অমিতাভ বচ্চনের কাছে টাকা ধার নিয়েছিলেন রতন টাটা! কিন্তু কেন?

রতন টাটা— এই নামটার সঙ্গেই জড়িয়ে আছে সম্মান, দায়িত্ব আর আবেগের এক গভীর যোগ। তিনি শুধু একজন শিল্পপতি নন, ছিলেন দেশের মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নেওয়া এক জনদরদী নেতা। অথচ এমন একজন মানুষকেও জীবনে একসময় অমিতাভ বচ্চনের কাছ থেকে টাকা ধার নিতে হয়েছিল— এমনই এক মর্মস্পর্শী ঘটনা স্মৃতিচারণ করেছিলেন বিগ বি।

এই ঘটনার উল্লেখ পাওয়া গিয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র (KBC) ১৬তম সিজনের একটি বিশেষ এপিসোডে, যেটি রতন টাটার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। অমিতাভ বচ্চন সেই এপিসোডে জানান, একবার লন্ডনের হিথরো বিমানবন্দরে রতন টাটার সঙ্গে তাঁর দেখা হয়। দু’জনেই ছিলেন একই বিমানে। তবে বিমান থেকে নামার পর রতন টাটা বুঝতে পারেন, যিনি তাঁকে নিতে আসার কথা, তিনি এখনও এসে পৌঁছননি।

এমন অবস্থায় রতন টাটা একজনকে ফোন করতে চান, কিন্তু তাঁর কাছে খুচরো পয়সা ছিল না। তিনি ফোন বুথ থেকে ফিরে এসে অমিতাভ বচ্চনকে অত্যন্ত নম্রভাবে জিজ্ঞেস করেন,“অমিতজি, আপনি কি একটু টাকা ধার দিতে পারবেন? আমার কাছে খুচরো নেই ফোন করার জন্য।”

এই দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিলেন বিগ বি। তিনি বলেন,“একজন শিল্পপতি, যিনি দেশের সবচেয়ে সম্মানীয় ও ধনী ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম, তিনি এতটা সাধারণ ও সরল হতে পারেন— সেটা ভাবাই যায় না। আমি আজও ওই মুহূর্ত ভুলতে পারি না।”

২০২৩ সালের ৯ অক্টোবর, রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ হয়েছিল গোটা দেশ। তাঁর জীবন, তাঁর উদারতা এবং তাঁর নীতিনিষ্ঠ ভাবমূর্তি আজও লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy