জিমেইলে যুগান্তকারী সংযোজন, এবার দীর্ঘ ই-মেইলের সারাংশ জানাবে জেমিনি!

জিমেইল ব্যবহারকারীদের জন্য এবার দারুণ সুখবর নিয়ে এসেছে গুগল। তাদের জনপ্রিয় ই-মেইল প্ল্যাটফর্মে নতুন একটি ফিচার চালু হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য ই-মেইল ব্যবস্থাপনাকে আরও সহজ করে তুলবে। এতদিন জেমিনি চ্যাটবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ই-মেইল লেখার সুযোগ থাকলেও, এবার দীর্ঘ ই-মেইলগুলোর সারসংক্ষেপ স্বয়ংক্রিয়ভাবে জানার সুযোগ মিলবে। এই নতুন সুবিধা চালুর জন্য গুগল এরই মধ্যে জিমেইলকে হালনাগাদ করেছে।

নতুন ফিচার: ই-মেইলের শুরুতেই ‘সামারি কার্ড’

গুগলের এক ঘোষণায় জানানো হয়েছে যে, এই নতুন সুবিধা চালুর ফলে ই-মেইলের শুরুতেই একটি ‘সামারি কার্ড’ দেখা যাবে। এই কার্ডে ই-মেইলের মূল বিষয়গুলো সংক্ষেপে উপস্থাপন করা হবে। ব্যবহারকারীকে আলাদা করে কোনো বাটনে ক্লিক করতে হবে না; দীর্ঘ ই-মেইলের মূল বক্তব্য দ্রুত বোঝার সুবিধা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, ব্যবহারকারী ইচ্ছা করলে আগের মতো নিজে থেকেই সারসংক্ষেপ দেখার বিকল্প বেছে নিতে পারবেন।

২০২৩ সালে জেমিনিকে প্রথম জিমেইলের সাইড প্যানেলে যুক্ত করা হয়েছিল। তখন থেকেই এটি ব্যবহার করে খসড়া ই-মেইল লেখা, সাজেস্টেড রেসপন্স এবং ই-মেইল থ্রেডের সারাংশ তৈরি করার মতো কাজ করা যেত। নতুন এই হালনাগাদের মাধ্যমে জেমিনির সাহায্য নিয়ে পুরো ই-মেইল না পড়েই গুরুত্বপূর্ণ সব তথ্য জানা যাবে, যা সময় বাঁচাতে কার্যকর ভূমিকা পালন করবে।

স্বয়ংক্রিয় হালনাগাদ ও ভাষা সীমাবদ্ধতা:

গুগলের তথ্যমতে, এই সারসংক্ষেপে প্রতিটি ই-মেইলের মূল বক্তব্য তুলে ধরা হবে। কোনো ই-মেইল থ্রেডে নতুন কোনো উত্তর যোগ হলে সেই অনুযায়ী সারাংশটিও স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হবে, যা ব্যবহারকারীদের জন্য খুবই সুবিধাজনক হবে।

তবে প্রাথমিকভাবে এই সুবিধাটি শুধু ইংরেজি ভাষায় লেখা ই-মেইলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। জিমেইলের সেটিংসে গিয়ে ‘স্মার্ট ফিচারস’ বিভাগের মাধ্যমে এই সুবিধাটি চালু বা বন্ধ করার সুযোগ থাকবে।

এই নতুন ফিচারটি জিমেইল ব্যবহারকারীদের জন্য সময় বাঁচানোর পাশাপাশি তাদের ই-মেইল ব্যবস্থাপনার অভিজ্ঞতাকে আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে। টেক ক্র্যাঞ্চ সূত্রে এই খবর জানা গেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy