মুম্বইকে হারিয়ে ইতিহাস গড়লেন শ্রেয়াস, তিনবছর পর নয়া চ্যাম্পিয়ন পাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ

তিন বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে। 2022 সালে আত্মপ্রকাশেই গুজরাত টাইটান্স চ্যাম্পিয়ন হয়েছিল। এবার পালা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অথবা পাঞ্জাব কিংসের। প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে হারিয়ে আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স। রবিবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ উইকেটে পরাজিত করে দ্বিতীয়বারের মতো আইপিএল ফাইনালে পৌঁছল পাঞ্জাব কিংস। গত বছর শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি এনে দেওয়ার পর এবার প্রীতি জিন্টার দলকে ফাইনালে তুললেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তার চওড়া ব্যাটেই 204 রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করে জিতল কিংস।

পাঞ্জাবের ঐতিহাসিক রান তাড়া:
দু’শোরও বেশি রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে একসময় ৭২ রানে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল পাঞ্জাব। কিন্তু তৃতীয় উইকেটে অধিনায়ক শ্রেয়াসের সঙ্গে নেহাল ওয়াধেরার ৮৪ রানের অসাধারণ জুটিই ম্যাচের নির্ণায়ক হয়ে দাঁড়ায়। ওয়াধেরা ২৯ বলে ৪৮ রান করে আউট হলেও, অধিনায়ক শ্রেয়াস অপরাজিত থেকে একাই ম্যাচ বের করে আনেন। জসপ্রীত বুমরাহ, রিস টপলি, অশ্বিনী কুমারদের মতো অভিজ্ঞ বোলারদের বেধড়ক মেরে পাঞ্জাবকে দ্বিতীয়বারের মতো ফাইনালে তোলেন তিনি। ৫টি চার এবং ৮টি ছক্কায় ৪১ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন শ্রেয়াস। জস ইংলিসও ২১ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ১৯ ওভারেই পাঁচ উইকেট হারিয়ে ২০৭ রান তুলে নেয় পাঞ্জাব।

মুম্বইয়ের ‘মিথ’ ভাঙল পাঞ্জাব:
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স প্লে-অফে অভিজ্ঞতার নিরিখে পাঞ্জাবের চেয়ে অনেক এগিয়ে ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া, টানা ছ’টি ম্যাচ জিতে চলতি আইপিএলে দুরন্ত প্রত্যাবর্তন করা মুম্বই কোয়ালিফায়ারে পাঞ্জাবের হারের সুযোগ নিয়ে বাজিমাত করে যেতে পারে, বিশেষজ্ঞদের এমন ভাবনাও অমূলক ছিল না। কিন্তু পাঞ্জাব সেই ‘মিথ’ ভেঙে দিয়েছে। এর আগে দু’শো বা তার বেশি রান তুলে আইপিএলে কখনও ম্যাচ হারেনি মুম্বই। এই প্রথমবার দু’শোর বেশি রান ডিফেন্ড করতে ব্যর্থ হলো ‘পল্টন’রা। তাছাড়া, কোটিপতি লিগে সর্বাধিক আটবার দু’শোর বেশি রান তাড়া করে জয়ের নজির গড়ল পাঞ্জাব কিংস।

ম্যাচ রিপোর্ট:
বৃষ্টির কারণে রবিবার আহমেদাবাদে নির্ধারিত সময়ের দু’ঘণ্টা বাদে ম্যাচ শুরু হয়। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে। তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব ঝোড়ো ৪৪ রান করেন, জনি বেয়ারস্টো ২৪ বলে ৩৮ রান এবং শেষদিকে নমন ধীর ১৮ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এই ঐতিহাসিক জয়ের ফলে পাঞ্জাব কিংস এখন আইপিএল ২০২৫-এর শিরোপা জয়ের স্বপ্ন দেখছে, যা তাদের দীর্ঘদিনের খরা কাটাতে সাহায্য করবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy