হানিমুন সিস্টাইটিস কী? যেসব উপসর্গ দেখলে সতর্ক হবেন, দেখেনিন

বিয়ে ঠিক হওয়ার পর বর-কনে দুজনেই নানারকম প্রস্তুতি শুরু করে দেন। কীভাবে নতুন জীবন সুন্দরভাবে কাটাবেন তার পরিকল্পনা করা যৌক্তিক বটে। হানিমুন বা মধুচন্দ্রিমা নিয়েও দম্পতিদের মধ্যে থাকে নানা ভাবনা-চিন্তা। তবে এসময় হানিমুন সিস্টাইটিসে আক্রান্ত হন অনেকে।

হানিমুন সিস্টাইটিস কী?

বিয়ের পরে একটি সমস্যায় ভোগেন অনেক নারীই। যোনিতে অস্বস্তি, প্রস্রাবে জ্বালা। যৌনতা ঘিরে তাদের মনে তৈরি হয় আতঙ্ক। বিয়ের পর শারীরিক মিলনের কারণে প্রস্রাবে জ্বালাপোড়া হয়। একেই হানিমুন সিস্টাইটিস। সাধারণত হানিমুনে গিয়ে এই সমস্যার সূত্রপাত হয় বলেই এমন নামকরণ।

সমস্যাটি ঠিক কেমন?

শারীরিক মিলনের সময়ে এসকেরিয়া কোলি ব্যাকটেরিয়া ইউরেথ্রা দিয়ে ব্ল্যাডারে পৌঁছয়। যোনির আশপাশেও এই ব্যাকটেরিয়া বাসা বাঁধে। ফলে ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন বা ইউটিআই হয়। নারীরা এই সমস্যায় বেশি ভুগলেও পুরুষদের যে একেবারেই হয় না, এমনটি নয়। অনেক পুরুষও ইউটিআই-এর সমস্যায় ভোগেন।

যেসব উপসর্গ দেখলে সতর্ক হবেন

১। প্রস্রাবের সময়ে অতিরিক্ত জ্বালাভাব হলে সতর্ক হোন। যোনির ভেতরে জ্বালা সৃষ্টি হচ্ছে নাকি সঙ্গমের সময়ে অতিরিক্ত ঘর্ষণের প্রভাবে বাইরের অংশে সাধারণ জ্বালা হচ্ছে সেদিকে খেয়াল করুন।

২। যোনিতে দুর্গন্ধ

৩। প্রস্রাবের রঙ ঘোলাটে হওয়া

৪। প্রস্রাব করার পরও প্রস্রাবের বেগ আসছে এমনটা মনে হওয়া

আরও পড়ুন- নারীর গোপনাঙ্গের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়
৫। পেটে তীব্র যন্ত্রণা, শ্রোণির হাড়ে খিঁচুনি ধরা

৬। জ্বরও আসা

হানিমুন সিস্টাইটিস থেকে মুক্তির উপায়

প্রচুর জল পান

ইউটিআই হলে প্রচুর পরিমাণে জল পান করতে হবে। ক্র্যানবেরি জুস খেতে পারেন। উপকার পাবেন।

খাবারে সতর্ক

এসময় তেল মশলাযুক্ত খাবার, ভাজাভুজি, অ্যালকোহল, সোডা, মিষ্টি পানীয়, কফি খাওয়া এড়িয়ে চলুন। অ্যাসিডযুক্ত ও প্রোটিনজাতীয় খাবার না খাওয়াই ভালো।

গরম সেঁক

পেটের যন্ত্রণা কমাতে হট ওয়াটার ব্যাগ বা গরম জল তে ভেজানো তোয়ালে দিয়ে সেঁক দিতে পারেন।

পেইনকিলার

ব্যথা বাড়লে চিকিত্সকের পরামর্শ নিয়ে পেইনকিলার খেতে পারেন।

যোনি পরিষ্কার করা

শারীরিক মিলনের পর অবশ্যই প্রস্রাব করে নিন। যোনি ভালো করে পরিষ্কার করুন। এই সমস্যা বাড়াবাড়ি পর্যায় পৌঁছনোর আগেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

শারীরিক বিষয়ে অবহেলা না করে সতর্ক থাকুন। এতে বড় ধরনের রোগ থেকে বাঁচতে পারবেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy