পাঞ্জাব কিংসের আইপিএল ফাইনালে পৌঁছানোর দিনই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। পাঞ্জাব কিংসের হয়ে 2025 আইপিএল নিলামে 4 কোটি টাকায় দলে আসা ম্যাক্সওয়েল, আঙুলের চোটের কারণে চলতি আইপিএলের মাঝপথেই ছিটকে গিয়েছিলেন। তবে তার এই সিদ্ধান্ত টি-টোয়েন্টি ক্রিকেটে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্যই বলে জানিয়েছেন তিনি।
দেশের জার্সিতে 149টি ওয়ানডে ম্যাচ খেলা ম্যাক্সওয়েল একটি পডকাস্টে তার অবসরের ঘোষণা দেন এবং জানান যে, নির্বাচক প্রধান জর্জ বেইলির সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
ম্যাক্সওয়েল বলেন, “আমার সঙ্গে জর্জ বেইলির ইতিবাচক আলোচনা হয়েছে। আমি তার ভাবনাচিন্তার ব্যাপারেও জানতে চেয়েছি। 2027 বিশ্বকাপ নিয়েও আমাদের মধ্যে কথা হয়েছে এবং আমি তাকে জানিয়েছি যে, মনে হয় না আমি বিশ্বকাপে খেলতে পারব। তাই আমার পরিবর্তে অন্য কাউকে ভাবাই শ্রেয় হবে।” তিনি আরও জানান যে, অকারণে আরও দুটো সিরিজ খেলার কোনো মানে নেই। বরং নতুনদের জায়গা মজবুত করতেই তার এই সিদ্ধান্ত।
গ্লেন ম্যাক্সওয়েল 2015 এবং 2023 সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। 149টি ওয়ানডে ম্যাচে এই অজি হার্ড-হিটারের ঝুলিতে রয়েছে চারটি সেঞ্চুরি এবং 23টি হাফ-সেঞ্চুরি সহ প্রায় 4 হাজার রান। তার স্ট্রাইক-রেট 126.70। এছাড়া, বল হাতে তিনি নিয়েছেন 77টি উইকেট।
তবে ওয়ানডে ক্রিকেটে ম্যাক্সওয়েলকে সবচেয়ে বেশি মনে রাখা হবে গত বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে তার বিধ্বংসী দ্বিশতরানের জন্য। 91 রানে 7 উইকেট হারানোর পর ম্যাক্সওয়েলের অপরাজিত 201 রানের সুবাদে অস্ট্রেলিয়া 292 রান তাড়া করে ম্যাচ জিতেছিল। ওই বছরেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাত্র 40 বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন ম্যাক্সওয়েল।