অপেক্ষার অবসান! হতাশাজনক মৌসুমের পর, পরের সিজেনে মুম্বাই সিটিতে আসছেন তিরি

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪-২৫ মৌসুমটা মুম্বাই সিটি এফসির জন্য প্রত্যাশা পূরণ করতে পারেনি। কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগানের সঙ্গে ড্র করে টুর্নামেন্ট শুরু করার পর জামশেদপুর এফসির কাছেও আটকে যেতে হয়েছিল। এরপর দল কিছুটা ঘুরে দাঁড়ালেও ধারাবাহিকতা বজায় থাকেনি। চেন্নাইয়িন এফসি থেকে শুরু করে পাঞ্জাব এফসি হোক কিংবা নর্থইস্ট ইউনাইটেড – আইএসএলের একাধিক দলের কাছে পয়েন্ট খুইয়েছিল গতবারের আইএসএল জয়ী এই দল। যার প্রভাব পড়েছিল লিগ টেবিলে এবং সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল।

তবে সময়ের সাথেই বদলাতে শুরু করেছিল পরিস্থিতি। দ্বিতীয় লেগে একের পর এক দলকে টেক্কা দিয়ে প্লে-অফ নিশ্চিত করেছিল বাণিজ্য নগরীর এই ফুটবল দল। এমনকি লিগের শেষ অ্যাওয়ে ম্যাচে অনায়াসেই তারা শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে আটকে দিয়েছিল, যার ফলে লিগ টেবিলে ষষ্ঠ স্থান অধিকার করে প্লে-অফে প্রবেশ করে। তবে, আন্তর্জাতিক বিরতির পর গত সপ্তাহের শেষে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম নকআউট ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ৫-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় মুম্বাই সিটি।

আইএসএলের সেই হতাশা ভুলে কলিঙ্গ সুপার কাপে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য ছিল রণবীর কাপুরের দলের। সেইমতো শুরুও করেছিল সবাই। কিন্তু তা বজায় থাকেনি বেশিদূর। শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়, যার ফলে খালি হাতেই শেষ হয়েছে তাদের এই মৌসুম। যা নিঃসন্দেহে বিরাট ধাক্কা।

তবে, মুম্বাই সিটি ম্যানেজমেন্ট এখন থেকেই নতুন মৌসুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর অংশ হিসেবে দলের বেশ কিছু ফুটবলারদের বদল করার পাশাপাশি পুরনো কিছু ফুটবলারের সঙ্গে নতুন চুক্তি করতে চাইছে তারা। এক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল স্প্যানিশ ডিফেন্ডার তিরির নাম।

অবশেষে সেটাই হয়েছে। গত রবিবার সন্ধ্যায় মুম্বাই সিটি এফসি নিজেদের সোশ্যাল সাইট থেকে এই স্প্যানিশ ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়ানোর কথা জানিয়ে দেয়। যার ফলে আরও একটি মরসুমে আইএসএল জয়ী এই ফুটবল দলের হয়ে খেলতে দেখা যাবে তিরিকে। তার অভিজ্ঞতা এবং রক্ষণভাগের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মুম্বাই সিটি এফসির পুনর্গঠন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। তিরি নিজেই জানিয়েছেন যে তিনি মুম্বাইতে ঘরোয়া পরিবেশ অনুভব করেন এবং ক্লাবের এই সমর্থনের প্রতিদান দিতে চান।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy