‘দুই থেকে তিন’, দীপাবলির আগেই পরিবারে নতুন অতিথি, হাসপাতাল থেকেই এল খুশির খবর

শুভ দীপাবলির ঠিক আগে পরিবারে নতুন অতিথির আগমন। বাবা-মা হলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডা। দিল্লি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি। এই সুখবর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নিজেই ঘোষণা করেছেন নব-বাবা রাঘব চড্ডা।

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল, কারণ পরিণীতিকে তাঁর স্বামী রাঘবের সঙ্গে দিল্লির একটি হাসপাতালে দেখা গিয়েছিল। সেই থেকেই ভক্তরা শুভ খবরের অপেক্ষায় ছিলেন। অবশেষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাঘব ঘোষণা করেন যে, তাঁরা বাবা-মা হয়েছেন এবং এই আশীর্বাদ পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত।

অভিনেত্রী পরিণীতি ও রাঘব চড্ডার পরিবারও এই মুহূর্তে হাসপাতালে উপস্থিত রয়েছে। পুরো পরিবারই উৎসবের মরসুমে নতুন সদস্যের আগমন উদযাপন করতে প্রস্তুত।

আগস্টেই ঘোষণা:
চলতি বছরের আগস্ট মাসেই পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা ইনস্টাগ্রামে এই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তখন তাঁরা মজা করে লিখেছিলেন যে, তাঁরা শীঘ্রই ‘দুই থেকে তিন’ হতে চলেছেন। এর পাশাপাশি তাঁরা একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে তারকা দম্পতিকে পার্কে একসঙ্গে হাঁটতে দেখা গিয়েছিল।

রাজকীয় বিয়ের স্মৃতি:
২০২৩ সালে রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা গাঁটছড়া বাঁধেন। সেই সময় তাঁদের বিয়েতে হাতে গোনা কিছু ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবার-পরিজন উপস্থিত ছিলেন। আম আদমি পার্টির প্রথম সারির নেতা হওয়ায় তাঁদের বিয়েতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন।

বিয়েতে অভিনেত্রী পরিণীতি চোপড়া পরেছিলেন মনীশ মলহোত্রার ডিজাইন করা হালকা আইভরি রঙের লেহেঙ্গা, আর রাঘব চড্ডা পরেছিলেন ক্লাসিক ক্রিম রঙের শেরওয়ানি। হলুদ ও মেহেন্দির পাশাপাশি তাঁদের বিয়েতে একটি জমকালো সুফি নাইটেরও আয়োজন করা হয়েছিল।

জানা যায়, পরিণীতি ও রাঘবের প্রেমকাহিনি শুরু হয়েছিল লন্ডনে, যেখানে তাঁরা একসঙ্গে পড়াশোনা করতেন। বহু বছর পর ভারতে তাঁদের আবার দেখা হয় এবং সেই সম্পর্কই পরিণতির দিকে গড়ায়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy