বৃষ্টিতে স্মার্টফোন বা স্মার্টওয়াচ ভিজে গেলে কি করবেন? জেনেনিন এই সহজ পদ্ধতি

আজকাল যখন তখন বৃষ্টিতে ভিজে যাওয়াটা যেন দৈনন্দিন ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর এর ফলে হাতে থাকা সাধের স্মার্টফোন, স্মার্টওয়াচ বা ল্যাপটপ ভিজে একাকার হয়ে গেলে বড় ধরনের সমস্যায় পড়তে হয়। যদিও আধুনিক অনেক ডিভাইসেই IP67 রেটিং থাকে, যা জল, ঘাম, ধুলা-বালি থেকে সুরক্ষা দেয়, তবুও দুর্ঘটনা এড়াতে কিছু জরুরি পদক্ষেপ নেওয়া বুদ্ধিমানের কাজ। আপনার ফোন বা স্মার্টওয়াচ বৃষ্টিতে ভিজে গেলে দ্রুত কিছু কাজ করলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেতে পারেন। জেনে নিন কী করবেন:

ফোনের ক্ষেত্রে:
দ্রুত বন্ধ করুন: সবার আগে আপনার ফোন বন্ধ করে দিন। এতে ফোনের ভেতরে শর্ট সার্কিটের কারণে খারাপ হওয়ার সম্ভাবনা কমে যাবে। ফোন বন্ধ করে দিতে পারলে ডিভাইস সুরক্ষিত থাকার সম্ভাবনা অনেকটাই বেশি।
ভালোভাবে মুছুন: এরপর ফোনটিকে ভালো করে মুছে শুকিয়ে নিন। ভুলেও হেয়ার ড্রায়ার বা মাইক্রো ওভেনে দেবেন না, কারণ এতে ডিভাইসের অভ্যন্তরীণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
ব্যাটারি খুলুন (যদি সম্ভব হয়): যদি আপনার ফোনে ব্যাটারি খোলার সুবিধা থাকে, তবে ব্যাটারি দ্রুত খুলে ফেলুন এবং ভালো করে মুছে নিন।
সিম ও মেমরি কার্ড সরান: ফোন থেকে সিম কার্ড ও মেমরি কার্ড খুলে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। জল লেগে সিম ও মেমরি কার্ড খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।
ভ্যাকিউম করুন: ফোনের ভেতরে জল ঢুকে থাকলে তা বের করার জন্য ফোনটিকে একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে ঢুকিয়ে ভ্যাকিউম করুন। এতে ফোনের ভেতরে থাকা জল অনেকটাই বেরিয়ে আসবে।
শুকানোর জন্য রাখুন: এবার ফোনটি চালের পাত্রে রেখে দিন। এতে ফোনের ভেতরে জমে থাকা আর্দ্রতা শুকিয়ে যাবে। তবে সব ক্ষেত্রে এটি কাজে নাও আসতে পারে, সেক্ষেত্রে সিলিকা জেল ব্যবহার করতে পারেন। দুই থেকে তিন দিন ফোনটি এই অবস্থায় রেখে দিন।
স্মার্টওয়াচের ক্ষেত্রে:
মুছে শুকিয়ে নিন: এখন বেশিরভাগ স্মার্টওয়াচ ওয়াটার রেজিস্ট্যান্ট হলেও, যদি আপনার স্মার্টওয়াচটিতে এই সুবিধা না থাকে, তাহলে বৃষ্টিতে ভেজার পর ভালোভাবে আগে স্মার্টওয়াচটি মুছে নিন।
পাওয়ার অফ করুন: স্মার্টওয়াচটির পাওয়ার অফ করে তা ভালো করে আগে শুকিয়ে নিন।
ব্যাটারি চেক করুন: ব্যাটারি খুলে ভেতরে জল জমে আছে কিনা দেখে নিন (যদি খোলা যায়)।
সিলিকা জেল বা ভ্যাকিউম: একটি জিপলক ব্যাগে রেখে সিলিকা জেল ব্যবহার করতে পারেন বা ভ্যাকিউম করে নিন।
কাজ করলে চিন্তা নেই: তারপর যদি স্মার্টওয়াচ ঠিকভাবে কাজ করে তাহলে চিন্তা নেই। তবে আপনার স্মার্টওয়াচে যদি ওয়াটার রেজিস্ট্যান্ট না থাকে তাহলে বৃষ্টিতে ভেজার আগেই একটি ওয়াটারপ্রুফ জিপলক ব্যাগে রাখার চেষ্টা করুন।
এই সহজ টিপসগুলো মেনে চললে হুটহাট বৃষ্টিতে ডিভাইস ভিজে গেলেও বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব। আপনার ডিভাইস সুরক্ষিত রাখতে এই পদ্ধতিগুলো মেনে চলছেন তো?

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy