“৭৮ বছরে কী পেলেন?”– বাংলাদেশের সংখ্যাগুরুর দিকে সরাসরি প্রশ্ন ছুড়লেন তথাগত রায়! এক্সবার্তায় তোলপাড় ফেলে দেওয়া পোস্ট

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং গত ৭৮ বছরের অগ্রগতির হিসাব নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ করা একটি পোস্টে তিনি পূর্ববঙ্গ/পূর্ব পাকিস্তান/বাংলাদেশের সংখ্যাগুরু বাঙালি মুসলমানদের উদ্দেশ্যে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা মুহূর্তে বিতর্ক সৃষ্টি করেছে।

তিনি প্রশ্ন তুলেছেন, “বঙ্গবন্ধু পূর্ববঙ্গ / পূর্ব পাকিস্তান / বাংলাদেশের সংখ্যাগুরু বাঙালি মুসলমানেরা! এই জনসংখ্যার চাপে ফাটো-ফাটো ভিখারির দেশ তৈরী করে করে ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত এই ৭৮ বছরে আপনারা কী পেলেন?”

‘প্রথমে পঞ্জাবী মুসলমানদের বুটের নিচে, পরে নেতাদের হত্যা’

তথাগত রায় তাঁর পোস্টে বাংলাদেশের ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন:

  • শুরুতে পরাধীনতা: “প্রথমে পঞ্জাবী মুসলমানদের বুটের নিচে পদদলিত হলেন।”

  • সংখ্যালঘুদের তাড়ানো: “যে সংখ্যালঘু হিন্দুরা আপনাদের ভূখণ্ডে শিক্ষা ও সমৃদ্ধি এনেছিলেন তাঁদেরকে বীভৎস্য নির্যাতন করে তাড়ালেন!”

  • স্বাধীনতার পর অস্থিরতা: তিনি স্মরণ করিয়ে দেন যে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানীদের তাড়ানোর পর শেখ মুজিব, তাজউদ্দীন আহমেদ ক্ষমতায় এলেও তাঁদেরও হত্যা করা হয়। এরপর খন্দকার মুস্তাক, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনার মতো রাষ্ট্রপ্রধানরা অস্বাভাবিক উপায়ে ক্ষমতায় আসেন।

হাসিনার মৃত্যুদণ্ড এবং দেশের ভবিষ্যৎ

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তথাগত রায়। তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের প্রসঙ্গে লেখেন, “যেই শেখ হাসিনা পদ্মা সেতুর মত পরিকাঠামো নির্মাণ করেছিলেন, ভারতের সঙ্গে সু- সম্পর্ক রেখে দেশকে একটু এগিয়ে নেবার চেষ্টা করছিলেন এবার ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে সেই শেখ হাসিনাকেও মৃত্যুদণ্ড দিয়েছেন!”

এরপর তিনি দেশের ভবিষ্যৎ নিয়ে কঠোর ভাষায় প্রশ্ন করেন:

  • ‘গৃহযুদ্ধ, মার্শাল ল’: “আপনাদের দেশ কি এমনি করেই চলবে? কখনো গৃহযুদ্ধ, কখনো মার্শাল ল! আপনাদের যুবশক্তির সামনে ভবিষ্যৎ কী?”

  • ‘পায়খানা পরিষ্কার করা’: যুবকদের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি সরাসরি লেখেন, “যে কোনো মূল্যে একটা ভিসা জোগাড় করে সৌদি বা কুয়েতে গিয়ে পায়খানা পরিষ্কার করা? আর বিবিকে সঙ্গে নিয়ে গেলে শেখেরা তো তার মজা লুটবে!”

অর্থনীতি ও ভারতের প্রসঙ্গ

বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতির কথা উল্লেখ করে তিনি লেখেন, “আপনাদের খাদ্য আমদানি করতে হয়, কোনো খনিজ পদার্থ নেই, রপ্তানীযোগ্য দ্রব্য বলতে শুধু সেলাই করা কাপড় – তাও তো কাপড়টা বিদেশ থেকে আনতে হয়!” তিনি ক্ষোভের সঙ্গে মন্তব্য করেন, “বাস্তবিকই, আপনাদের দেশের উপর আপনাদের আল্লার লানত!”

পোস্টের শেষে তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির তুলনা করে অনুপ্রবেশের পথ বন্ধ হওয়ার ইঙ্গিত দেন। তিনি লেখেন, “আপনাদের তিন পাশে ভারত, দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে! গণতন্ত্র বিদ্যমান, মাথাপিছু আয় ক্রমবর্ধমান। সেখানে যে অনুপ্রবেশ করে কিছু আয় হবে তার আশাও এখন গুড়ে বালি! এমতাবস্থায় আপনারা কী করবেন?”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy