বিশ্বকাপজয়ী রিচা ঘোষের নামে শিলিগুড়িতে নতুন ক্রিকেট স্টেডিয়াম! আবেগপ্রবণ বাবা ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে

ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনায় ফের তিন দিনের সফরে উত্তরকন্যা পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক থেকে তিনি দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন কাজের অগ্রগতি তুলে ধরেন এবং সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

“বাংলাকে ভাতে মারার চেষ্টা”

উত্তরকন্যা থেকে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করে বলেন, “বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র।” তিনি জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৪ হাজার ৭৯৪টি পরিবারের জন্য মোট ১৬১ কোটি ৩৩ লক্ষ টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া বন্যাকবলিত ১ লক্ষ ৩৭ হাজার কৃষকদের মধ্যে ১০ কোটি টাকা খরচ করে বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষি জমি চাষযোগ্য করতে ৮০৭ জন কৃষককে ৪৭ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও জানান, উত্তরবঙ্গের ৮টি জেলায় (জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ) মোট ৩ হাজার ৪৯১টি পাট্টা বিতরণ করা হয়েছে।

কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া টাকা বন্ধের অভিযোগ

মুখ্যমন্ত্রী ক্ষোভ উগরে বলেন, “আমরা ক্ষমতায় আসার পর ৪৬ লক্ষের মতো বাড়ি তৈরি করেছি, কিন্তু গত চার বছর ধরে কেন্দ্র টাকা বন্ধ করে রেখেছে। বাংলা থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, ফেরত দেওয়ার বেলায় নেই।” তিনি ফের আক্রমণ করে বলেন, “ভাবছে বাংলাকে ভাতে মারবে, কিন্তু জানে না বাংলার মাটি অনেক কথা বলে।” কেন্দ্র অনুদান বন্ধ করার পরেও রাজ্য সরকার ১২ লক্ষ যোগ্য পরিবারকে ১৪ হাজার ৪০০ কোটি টাকা দিয়েছে এবং ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আরও ১৬ লক্ষ পরিবারকে অর্ধেক টাকা দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে আক্রমণ করে আরও বলেন, “SIR হচ্ছে ভোট বন্দি।” তবে তিনি জানান, “বাংলা বঞ্চিত হলেও কাজ থামবে না, আমরা নিজের টাকায় বাংলার উন্নয়ন করব।” তিনি স্পষ্ট বার্তা দেন, ‘রাজনীতি নয়, বাংলার মানুষই তাঁর প্রথম অগ্রাধিকার।’

রিচা ঘোষের নামে স্টেডিয়াম ঘোষণা

শুধু ক্ষোভ নয়, এদিন উত্তরবঙ্গ থেকে একটি খুশির খবরও শোনালেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষের নামে শিলিগুড়িতে নতুন ক্রিকেট স্টেডিয়াম তৈরি করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আবেগে ভেসে যান রিচার বাবা মানবেন্দ্র ঘোষ। তিনি বলেন, “বহু দিনের স্বপ্ন আজ বাস্তব হতে চলেছে। শুধু রিচা নয়, নতুন প্রজন্মের যারা খেলছেন, তাঁদের জন্য এটা এক বিশাল প্রেরণা। মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy