অবশেষে মুক্তি! ৩ বছর পর জেল থেকে বেরোতে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়, কী ছিল সুপ্রিম কোর্টের শর্ত?

এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তির নির্দেশ পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০২২ সালের ২২ জুলাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হওয়ার পর প্রায় তিন বছর তিনি জেল হেফাজতে ছিলেন।

সূত্রের খবর অনুযায়ী, বিশেষ সিবিআই আদালত আজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের নির্দেশ জারি করেছে। জামিনের শর্ত হিসেবে ইতিমধ্যেই ৯০ হাজার টাকা জমা পড়ে গিয়েছে। বিশেষ আদালতের বিচারক রিলিজ অর্ডারে সই করার পরই সেই নির্দেশ প্রেসিডেন্সি জেলে পৌঁছবে, এবং তার পরেই শেষ হবে পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে ফেরার অপেক্ষা। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে তিনি বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

যে শর্তে জামিন পেলেন প্রাক্তন মন্ত্রী

প্রাক্তন শিক্ষামন্ত্রী এর আগেও একাধিকবার নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত জামিনের আবেদন জানিয়েছিলেন। অবশেষে গত বছরের ডিসেম্বরে সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় যে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেতে পারেন। শর্ত ছিল—মামলার চার্জ গঠন এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান রেকর্ড শেষ করতে হবে। সেই সব আইনি শর্ত পূরণ হওয়ার পরই আজ তাঁর মুক্তির পথ প্রশস্ত হলো।

উল্লেখ্য, ২০২২ সালের ২২ জুলাই ইডি পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাসভবনে তল্লাশি চালায়। এরপর তাঁর ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ ও সম্পত্তি। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। দীর্ঘ আইনি টানাপোড়েনের পর এখন তাঁর মুক্তি কেবল সময়ের অপেক্ষা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy