বিকাশ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি, SSC চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে সরাল পুলিশ, ‘অমানুষিক’ আচরণের অভিযোগ

স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবনের সামনে। একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকপদপ্রার্থী চাকরিপ্রার্থীরা সোমবার বিকেল থেকেই জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের মূল দাবি—শিক্ষক নিয়োগে ‘অভিজ্ঞতার’ জন্য বরাদ্দ ১০ নম্বর বাতিল করা, সকলের OMR শিট প্রকাশ করা এবং নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনা।

কিন্তু বিক্ষোভের অনুমতি ছিল না পুলিশের দাবি, আর সেই কারণেই সন্ধ্যা নামতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

অমানবিক আচরণের অভিযোগ

দুপুর থেকেই ‘ন্যায্য চাকরি চাই’, ‘দুর্নীতি চলবে না’, ‘স্বচ্ছ নিয়োগ চাই’ স্লোগানে মুখর ছিল বিকাশ ভবন চত্বর। আন্দোলনকারীদের অভিযোগ, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও সরকার বা কমিশনের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় তাঁরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই পরিস্থিতি বদলে যায়। অভিযোগ উঠেছে, কোনওরকম সতর্কতা ছাড়াই পুলিশ রীতিমতো ঝাঁপিয়ে পড়ে বিক্ষোভকারীদের ওপর। ভিডিও ফুটেজে দেখা যায়, একাধিক চাকরিপ্রার্থীকে পুলিশকর্মীরা টেনে হিঁচড়ে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছেন।

এক বিক্ষোভকারী শিক্ষক ক্ষোভের সঙ্গে বলেন, “আমাদের সঙ্গে অমানুষের মতো আচরণ করেছে পুলিশ। আমরা তো শুধু ন্যায্য চাকরি চাইতে এসেছি। OMR শিট চাইতে এসেছি, স্বচ্ছ নিয়োগ চাইতে এসেছি—এটা কি অন্যায়?”

বিক্ষোভকারী আটক, আদালতের হুঁশিয়ারি

পুলিশ সূত্রে জানা গেছে, অনুমতি ছাড়া সরকারি দফতরের সামনে জমায়েত করায় এবং পথ অবরোধ করায় তাঁদের সরিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই কমপক্ষে একজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তবে চাকরিপ্রার্থীদের দাবি, তাঁরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন এবং পুলিশ শক্তি প্রয়োগ করে আন্দোলন ভেঙে দিয়েছে।

বিকাশ ভবন থেকে সরানো হলেও আন্দোলনকারী শিক্ষকরা সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে অবস্থান নিয়েছেন। তাঁদের স্পষ্ট দাবি, নিয়োগ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাঁরা লড়াই চালিয়ে যাবেন। তাঁদের মতে, এটি শুধু চাকরির লড়াই নয়, ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার গুণগত মান রক্ষারও লড়াই।

চাকরিপ্রার্থীদের একাংশের অভিযোগ, অভিজ্ঞতা নম্বরের বণ্টন নিয়ে কোনো স্পষ্টতা নেই, যা প্রকৃত যোগ্যদের বঞ্চিত করতে পারে। এই পুলিশি দমন-পীড়নের বিরুদ্ধে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এই বিশৃঙ্খলা আবারও SSC নিয়োগ নিয়ে স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে গভীর প্রশ্ন তুলে দিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy