পরকীয়া সন্দেহের জেরে হাড়হিম কাণ্ড! যুবককে কাঁচি দিয়ে ক্ষত বিক্ষত করল প্রতিবেশী

হাওড়া: পরকীয়া সন্দেহের জেরে একের পর এক আত্মহত্যার ঘটনার মধ্যে এবার খাস কলকাতার কাছে হাওড়ার বাঁকড়ায় ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। স্ত্রীর সঙ্গে প্রতিবেশীর অবৈধ সম্পর্ক রয়েছে, এই সন্দেহের বশে এক যুবককে কাপড় কাটার কাঁচি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ক্ষত বিক্ষত করল এক ব্যক্তি।

আহত যুবকের নাম মহম্মদ সারোয়ার। তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

স্বামী দর্জির কাজ করেন, মুম্বই থেকে ফিরেই সন্দেহ

পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্তের নাম শেখ শাহরুখ। সে বাঁকড়ার পশ্চিম পাড়ায় দর্জির কাজ করে। প্রায় ৯ বছর আগে তাদের বিয়ে হয়। কাজের সূত্রে শাহরুখ একসময় মুম্বইয়ে থাকলেও, বছর দুয়েক আগে হাওড়ায় ফিরে আসে। অভিযোগ, বাড়িতে ফেরার পরই সে তার স্ত্রীকে সন্দেহ করতে শুরু করে। তার সন্দেহ ছিল, স্ত্রী একই এলাকার পরিচিত প্রতিবেশী মহম্মদ সারোয়ারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

জানা গিয়েছে, সোমবার দুপুর নাগাদ সারোয়ারকে দেখতে পেয়েই আচমকা চরম উত্তেজিত হয়ে ওঠে অভিযুক্ত শাহরুখ। সে তেড়ে এসে হামলা চালায় এবং তারপর কাপড় কাটার কাঁচি দিয়ে সারোয়ারকে ক্ষত বিক্ষত করে দেয়।

আহত যুবকের চিৎকার শুনে আশেপাশের স্থানীয়রা দৌড়ে এসে সারোয়ারকে উদ্ধার করেন এবং তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান। স্থানীয়দের দাবি, এই বাকবিতণ্ডা ও হামলার মুহূর্ত সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

‘মাস ছয়েক ধরে সন্দেহ, সারোয়ারের সঙ্গে কোনও সম্পর্ক নেই’

অভিযুক্তের পরিবারের লোকজন জানিয়েছেন, মাস ছয়েক ধরেই শাহরুখ তার স্ত্রীকে সন্দেহ করত এবং মনে করত প্রতিবেশীর সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। এই নিয়ে স্ত্রীর সঙ্গে তার নিয়মিত বচসা চলছিল।

যদিও আহত সারোয়ারের আত্মীয়ের বক্তব্য অনুযায়ী, শাহরুখের সমস্ত অভিযোগ ভিত্তিহীন। দুজনার মধ্যে এমন কোনো সম্পর্ক নেই, কেবল সন্দেহের জেরেই এই ভয়াবহ কাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শেখ শাহরুখ ধরা পড়ার ভয়ে এলাকা থেকে চম্পট দিয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy