লখনউয়ের মহানগর এলাকায় বৃহস্পতিবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বহু স্কুলছাত্র আহত হয়েছে। নম্বর প্লেটহীন একটি ফরচুনার গাড়ির সঙ্গে স্কুল ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক করেছে এবং গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় স্কুল ভ্যানটিতে মোট নয়জন শিশু ছিল। তাদের মধ্যে চারজন সামান্য আহত হয় এবং প্রাথমিক চিকিৎসার পর তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তবে, আহতদের মধ্যে দশম শ্রেণির এক ছাত্রের হাত ভেঙে গেছে এবং সপ্তম শ্রেণির এক ছাত্রের পায়ে আঘাত লেগেছে।
ভানুর দেবরা সিভিল হাসপাতালের জরুরি চিকিৎসা কর্মকর্তা ড. বন্দনা সিং জানান, “দুর্ঘটনায় আহত দুই শিশুকে আমাদের জরুরি বিভাগে আনা হয়েছিল। তাদের একজন অক্ষিতা সিং এবং অন্যজন ইতিকা বর্মা। তাদের এক্স-রে করা হয়েছে এবং রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে।”
পুলিশ আরও নিশ্চিত করেছে যে সংঘর্ষে জড়িত ফরচুনার গাড়িটিতে কোনো নম্বর প্লেট ছিল না। পুলিশ জানিয়েছে, “নম্বর প্লেট ছাড়া ফরচুনার গাড়িটির সঙ্গে এই সংঘর্ষ হয়। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। স্কুল ভ্যান এবং ফরচুনার গাড়ি দুটোকেই থানায় আনা হয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মহানগর থানার মাউন্ট কার্ভেল কলেজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর স্কুল ভ্যানের শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আটক হওয়া ফরচুনার চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে।