পাকিস্তানে আত্মঘাতী হামলা? তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল গোটা পেশোয়ার

সোমবার সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলের শহর পেশোয়ার। টার্গেট ছিল পাকিস্তানের আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পস (FC)-এর সদর দফতর। পরপর দু’টি শক্তিশালী বিস্ফোরণে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।

পাকিস্তানের পুলিশ সূত্রে প্রাথমিক খবর, এই হামলায় এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিন জন নিরাপত্তা বাহিনীর কর্মী এবং দুই জন হামলাকারী জঙ্গি রয়েছে বলে প্রাথমিক অনুমান। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পরিকল্পিত আত্মঘাতী হামলা

খাইবার পাখতুনখাওয়া পুলিশের আইজি জানিয়েছেন, বিস্ফোরণটি ছিল রীতিমতো পরিকল্পিত আত্মঘাতী হামলা।

  • প্রথম বিস্ফোরণটি: এফসি সদর দফতরের মূল গেটের ঠিক সামনে ঘটে।

  • দ্বিতীয় বিস্ফোরণটি: প্রথমটির কিছু ক্ষণ পরেই ঘটে, যা ছিল দফতরের ভিতরে থাকা সাইকেল স্ট্যান্ডের সামনে।

পুলিশ নিশ্চিত করেছে যে, হামলাকারীদের মধ্যে এক জন ছিল আত্মঘাতী জঙ্গি। ঘটনার পরপরই গোটা এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয় এবং বম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

বিশ্লেষকদের উদ্বেগ

এই হামলার পিছনে কোন জঙ্গি সংগঠন রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ফ্রন্টিয়ার কর্পস সাধারণত সীমান্ত এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকে। বিশ্লেষকদের মতে, এফসি’র সদর দফতরে এই হামলার পিছনে বড়সড় বার্তা লুকিয়ে আছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলার সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে আফগান তালিবানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি এবং সীমান্ত উত্তেজনা বাড়ার পর থেকে সেদেশের নিরাপত্তা কর্মীরা তীব্র উদ্বেগের মধ্যে রয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy