কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত! বাংলাদেশে পাচারের আগেই গ্রেফতার ২

বাংলাদেশে পাচারের ছক ভেস্তে দিল মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১ কোটি টাকারও বেশি মূল্যের হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতদের মধ্যে একজন হলেন লালগোলা থানার নলডহরি এলাকার মুখলেসুর রহমান এবং অন্যজন নতুন গ্রামের বাসিন্দা মহম্মদ কলিম উদ্দিন।

গোডাউন মোড়ে অভিযান: গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ মঙ্গলবার রাতে লালগোলার গোডাউন মোড় এলাকায় অভিযান চালায়। সেখানে একটি মোটর বাইকে থাকা দুই যুবককে দেখে সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তল্লাশি চালানো হয়। তল্লাশির পর একটি প্যাকেটে মোড়ানো ১৩৫৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে বাজেয়াপ্ত এই মাদকের মূল্য ১ কোটি টাকারও বেশি।

বুধবার ধৃত দু’জনকেই ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলে পুলিশ।

বাংলাদেশে পাচারের ছক: প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে যে, এই বিপুল পরিমাণ হেরোইন বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল। ভগবানগোলার এসডিপিও (SDPO) বিমান হালদার জানিয়েছেন, “ধৃত ২ জন এই হেরোইন তাদের সঙ্গীদের কাছে পৌঁছে দিতে যাচ্ছিল। সেখান থেকে হাত বদলে এই মাদক বাংলাদেশে চলে যেত।”

মুর্শিদাবাদে একের পর এক মাদক পাচারকারী ধরা পড়া প্রসঙ্গে তিনি আরও বলেন, “পুলিশের সক্রিয়তা বেড়েছে। দেখতেই পাচ্ছেন, জেলায় আমরা প্রায় প্রতিদিন মাদক পাচারকারীদের ধরছি। এখন মাদক পাচারকারীরা চাপে রয়েছে। একদিনে পাচার নির্মূল করা সম্ভব নয়, তবে আগের থেকে মাদক পাচার কমছে।” ধৃত দুই পাচারকারীর সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে তদন্ত করে দেখছে লালগোলা থানার পুলিশ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy