মাত্র ১৪ মাসের দাম্পত্য জীবন শেষ করতে স্বামীর কাছে ৫ কোটি টাকা খোরপোশ দাবি করায় স্ত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি জে বি পারদিওয়ালার নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, যদি স্ত্রী এই অবাস্তবিক দাবিতে অনড় থাকেন, তাহলে আদালত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
জানা গিয়েছে, স্বামীর পেশা একজন ইঞ্জিনিয়ার এবং তিনি বিচ্ছেদ নিষ্পত্তির জন্য স্ত্রীকে ৩৫ লক্ষ টাকা দিতে রাজি ছিলেন। কিন্তু স্ত্রী তার ৫ কোটি টাকার দাবিতে অনড় থাকেন। যদিও পরে তার আইনজীবী দাবি করেন যে সমঝোতার সময় তার মক্কেল এই দাবি থেকে সরে এসেছেন।
আদালতের কঠোর হুঁশিয়ারি
বিচারপতি পারদিওয়ালা এই প্রসঙ্গে বলেন, “আমরা জানতে পেরেছি মাত্র এক বছর আগে বিয়ে হওয়া এই দম্পতি বিচ্ছেদ চাইছে এবং স্ত্রী তার জন্য ৫ কোটি টাকা খোরপোশ দাবি করছে। যদি স্ত্রীর এই মনোভাব বজায় থাকে, তাহলে আমরা এমন এক নির্দেশ দিতে বাধ্য হবো যা তার ভালো লাগবে না। আমরা ওই মহিলাকে বাস্তবসম্মত দাবি জানানোর এবং দ্রুত এই আইনি প্রক্রিয়া শেষ করার পরামর্শ দিচ্ছি।”
আদালত এই দম্পতিকে ফের একবার সমঝোতার জন্য সুপ্রিম কোর্টের মধ্যস্থতা কেন্দ্রে (Mediation Centre) যাওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ৫ অক্টোবরের মধ্যে তাদের সেখানে হাজির হতে বলা হয়েছে।