আসামের মুকুটে যুক্ত হলো নতুন পালক। শনিবার গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাত বরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের প্রথম ‘নেচার-থিমড’ বা প্রকৃতি-নির্ভর টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী স্বয়ং টার্মিনালটি ঘুরে দেখেন এবং বিমানবন্দরের বাইরে আসামের প্রথম মুখ্যমন্ত্রী লোকপ্রিয় গোপীনাথ বরদোলোইয়ের ৮০ ফুট উচ্চতার এক বিশাল মূর্তির উন্মোচন করেন।
উত্তর-পূর্বের বৃহত্তম বিমানবন্দর: প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই নতুন টার্মিনালটির বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ১ কোটি ৩০ লক্ষেরও বেশি। পুরো প্রকল্পের মোট বাজেট ৫,০০০ কোটি টাকা, যার মধ্যে ১,০০০ কোটি টাকা রাখা হয়েছে পরিকাঠামো রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য। উত্তর-পূর্ব ভারতের এটিই এখন বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল।
সংস্কৃতি ও আধুনিকতার মেলবন্ধন: আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড নির্মিত এই টার্মিনালের নকশায় ফুটে উঠেছে আসামের ঐতিহ্য। নকশায় ব্যবহার করা হয়েছে স্থানীয় বাঁশ, অর্কিড এবং নানা প্রাকৃতিক উপাদান। কর্মকর্তারা জানান, গুয়াহাটি বিমানবন্দরকে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই বিশাল কর্মযজ্ঞ।
বিকাশ ও পর্যটন: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পের জন্য ১১৬.২ কোটি টাকার সংযোগকারী সড়ক অনুমোদন করেছিলেন। প্রধানমন্ত্রীর মতে, এই টার্মিনাল কেবল যাতায়াত নয়, বরং বাণিজ্য ও পর্যটনের প্রসার ঘটিয়ে আসামের জীবনযাত্রার মান আমূল বদলে দেবে।