“হচ্ছিলো নিম্নমানের রাস্তা তৈরির কাজ?”-পাণ্ডবেশ্বরে ক্ষুব্ধ স্থানীয়রা, যা করলেন TMC বিধায়ক

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ পেয়ে কাজ বন্ধ করে দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক এবং জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তিনি নিজেই ঘটনাস্থলে গিয়ে এই নির্দেশ দেন।

চলতি বছরের প্রবল বর্ষণে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের সরপি মোড় থেকে হেতোডোবা শিল্পতালুক পর্যন্ত রাস্তার অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। সম্প্রতি রাস্তা মেরামতের কাজ শুরু হয়, কিন্তু স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার সংস্থা অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করছিল। বারবার বলা সত্ত্বেও কোনো ফল না হওয়ায় তারা বাধ্য হয়ে বিধায়ককে ফোন করে বিষয়টি জানান।

শুক্রবার দুপুরে নরেন্দ্রনাথ চক্রবর্তী নিজে ঘটনাস্থলে এসে কাজের মান খতিয়ে দেখেন। অভিযোগের সত্যতা যাচাই করে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত কাজ বন্ধ করার নির্দেশ দেন। তিনি বলেন, “স্থানীয় বাসিন্দারা আমাকে ফোন করে অভিযোগ করেছিলেন। এসে দেখলাম, সত্যিই কাজের মান অত্যন্ত খারাপ। ঠিকাদার সংস্থাকে দ্রুত কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে নতুন করে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে।”

বিধায়ক আরও প্রতিশ্রুতি দিয়েছেন, বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়া পাণ্ডবেশ্বরের সব রাস্তা মেরামত করা হবে, যদিও এই কাজ সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy