কলকাতার ১৬২, শরৎ বোস রোডের ওপর থেকে আজ সকালে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। মৃতদেহের হাতে ও পায়ে জখমের চিহ্ন রয়েছে, যা মৃত্যুর কারণ সম্পর্কে বিভিন্ন জল্পনার জন্ম দিয়েছে। টালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ বোঝার চেষ্টা করছে যে, কীভাবে তার দেহে আঘাত লাগল এবং ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে।
তদন্তকারীরা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন, যা ঘটনার সময়কার পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি রোড ট্র্যাফিক অ্যাক্সিডেন্টের ঘটনা হতে পারে। তবে, অন্য কোনো কারণে, যেমন রাতে কোনো ঝামেলা বা মারামারির জেরে তাকে খুন করা হয়েছে কিনা, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ঘটনাস্থলের কাছে থাকা চায়ের দোকানদার সুধীর গিরি জানিয়েছেন, পুলিশ পুরো এলাকাটি ‘ডু নট ক্রস’ ফিতে দিয়ে ঘিরে রেখেছে।
এই ঘটনাটি কলকাতার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।