রূপান্তরিত মহিলাকে যৌন ইঙ্গিতপূর্ণ মেসেজ কংগ্রেস MLA-র, বিতর্ক বাড়তেই দল থেকে ইস্তফা দিলেন রাহুল

কেরালার কংগ্রেস নেতা এবং যুব কংগ্রেসের সভাপতি রাহুল মামকুতাথিল-এর বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। এই বিতর্কের জেরে তিনি বৃহস্পতিবার দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন।

মালয়ালম অভিনেত্রী: প্রথম অভিযোগটি আসে মালয়ালম অভিনেত্রী এবং প্রাক্তন সাংবাদিক রিনি জর্জের কাছ থেকে। তিনি নাম না করে অভিযোগ করেন যে, একজন তরুণ রাজনৈতিক নেতা তাঁকে লাগাতার অশ্লীল মেসেজ পাঠাচ্ছেন এবং হোটেলে দেখা করার প্রস্তাব দিচ্ছেন। রিনি জানান, এই নেতার কারণে দলের মহিলা কর্মীরাও হেনস্থার শিকার হচ্ছেন। রিনি সরাসরি নাম না বললেও, বিজেপির কর্মীরা রাহুল মামকুতাথিলের অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে তাঁর পদত্যাগ দাবি করে।

রূপান্তরিত সমাজকর্মী: এরপর আরও এক রূপান্তরিত সমাজকর্মী অবন্তিকা রাহুলের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তোলেন। তিনি বলেন, রাহুল তাঁকে নিয়মিত গভীর রাতে ফোন করে বিরক্ত করতেন এবং আপত্তিকর যৌন ইঙ্গিতপূর্ণ মেসেজ পাঠাতেন। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী, অবন্তিকা দাবি করেছেন যে, রাহুল তাঁকে ধর্ষণ করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন এবং বেঙ্গালুরু বা হায়দ্রাবাদে গিয়ে তা করার কথা বলেছিলেন। তিনি আরও বলেন, এই বিষয়ে দলীয় নেতৃত্বের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি।

লেখিকা: লেখিকা হানি ভাস্করানও ফেসবুক পোস্টে রাহুলের বিরুদ্ধে একই অভিযোগ করেছেন। তিনি জানান, রাহুল তাঁকে মেসেজ করে বাজে উদ্দেশ্য নিয়ে কথা বলতেন।

এই অভিযোগগুলো সামনে আসার পর চাপের মুখে রাহুল মামকুতাথিল যুব কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। রাহুল বলেন, “আমার বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন, তাঁকে আমি চ্যালেঞ্জ করছি, আদালতে অভিযোগ প্রমাণ করে দেখান। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ কিন্তু জমা পড়েনি।” তিনি আরও বলেন যে, রিনি জর্জ তাঁর ঘনিষ্ঠ বন্ধু।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy