মেয়ের খুনের বিচার চেয়ে পথে মা-বাবা, বন্ধ করে দেওয়া হল পুলিশ সুপারের অফিসের দরজা!

তামান্না খাতুন খুনের ঘটনার ৮১ দিন কেটে গেলেও এখনো চার্জশিট জমা না হওয়ায় চরম হতাশায় ভুগছেন তাঁর পরিবার। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার তামান্নার মা ও বাবা কৃষ্ণনগর পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় বসেছেন।

তামান্নার পরিবারের অভিযোগ, আজ সকালে তাঁরা পুলিশ সুপারকে (SP) স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন, কিন্তু তাঁদের সামনেই অফিসের দরজা বন্ধ করে দেওয়া হয়। বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন তামান্নার মা ও বাবা।

গত ৮ই জুন কৃষ্ণনগরের কোতোয়ালি থানার সামনে নিজের ঘরে খুন হয়েছিলেন তামান্না খাতুন। এই ঘটনার পর তাঁর বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেন, যেখানে তাঁরা দাবি করেন, তাঁদের মেয়ে পাচারকারীদের হাতে খুন হয়েছেন।

ঘটনার প্রায় তিন মাস পরেও পুলিশ এখনও পর্যন্ত চার্জশিট জমা দেয়নি। পরিবারের অভিযোগ, পুলিশ এই ঘটনায় উপযুক্ত তদন্ত করছে না এবং অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। তাঁরা জানান, যতক্ষণ না পর্যন্ত পুলিশ চার্জশিট জমা দিচ্ছে, ততক্ষণ তাঁরা ধর্না চালিয়ে যাবেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy