মালগাড়িতে ভয়াবহ আগুন, ডিজেল ট্যাঙ্কার ফেটে তীব্র আতঙ্ক, বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল

রবিবার ভোরে তামিলনাড়ুর তিরুভাল্লুর স্টেশনের কাছে এক মালগাড়িতে ভয়াবহ আগুন লেগে যায়। ডিজেলভর্তি ট্যাঙ্কারগুলিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সংলগ্ন বসতি এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করলেও, এখনও তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি বলে স্থানীয় সূত্রে খবর।

আগুনের উৎস ও স্থানীয়দের আতঙ্ক
জানা গেছে, ভোর সাড়ে ৫টা নাগাদ স্থানীয় বাসিন্দারা প্রথম মালগাড়ির একটি ট্যাঙ্কার থেকে ধোঁয়া বেরোতে দেখেন। মুহূর্তের মধ্যেই সেই ট্যাঙ্কারে আগুন ধরে যায় এবং দ্রুত তা অন্য তেলের ট্যাঙ্কারগুলিতেও ছড়িয়ে পড়তে শুরু করে। আগুন এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে, রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যান।

এক বাসিন্দা বলেন, “এমন ভয়াবহ অগ্নিকাণ্ড আগে কখনও দেখিনি। যে ভাবে আগুন লেগেছে, তাতে ট্যাঙ্কার বিস্ফোরণের ভয়ও ছিল। তাই অনেকেই আমরা বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছি।”

উদ্ধারকাজ ও ট্রেন চলাচলে প্রভাব
মালগাড়িটি তিরুভাল্লুর থেকে ডিজেল নিয়ে তিরুপতির দিকে যাচ্ছিল। অগ্নিকাণ্ডের খবর পেয়েই দমকলে জানানো হয় এবং দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। দমকল সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ হতাহত হননি। আশেপাশেও বড় কোনো ক্ষতির খবর নেই। তবে নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

তিরুভাল্লুরের পুলিশ সুপার এ শ্রীনিবাস জানিয়েছেন, একটি উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে। দমকল বিভাগের প্রধান সীমার আগরওয়াল বলেন, “ট্যাঙ্কারে ডিজেল থাকায় আগুন নেভাতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় দমকলের আরও ইঞ্জিন আনা হচ্ছে।”

এই ঘটনার জেরে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দক্ষিণ রেল জানিয়েছে, চেন্নাই থেকে আটটি ট্রেন বাতিল করা হয়েছে এবং পাঁচটি ট্রেনের রুট পরিবর্তন করে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দমকল কর্মীরা পুরোদমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy