ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৫-এর মঞ্চে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ‘ভোট চুরি’ থেকে শুরু করে মারাঠা সংরক্ষণ—বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন। এই সময় তিনি রাহুল গান্ধীর ‘Gen-Z’ (জেন-জি) আন্দোলন প্রসঙ্গে মন্তব্যকে সরাসরি আক্রমণ করেন।
নেপালে ‘জেন-জি’ আন্দোলনের জেরে সরকার পতনের ঘটনাকে উদাহরণ হিসেবে টেনে রাহুল গান্ধী ভারতেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন। সেই প্রসঙ্গে ফড়নবিশ বলেন, “যারা নেপালকে ভালোবাসেন, তাদের নেপালে গিয়ে বসবাস করা উচিত। ভারত ও নেপালের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা।”
‘ভারতের তরুণদের প্রতিবাদের সময় নেই’
ফড়নবিশ আরও বলেন, “ভারতের তরুণদের প্রতিবাদের সময় নেই, কারণ তারা স্টার্টআপ, এআই (AI) এবং আইটির মতো ক্ষেত্রে কাজ করছে।” তিনি বিশ্বাস করেন, ভারতীয় ইঞ্জিনিয়াররা বিশ্বজুড়ে নিজেদের জন্য একটি সম্মানজনক অবস্থান তৈরি করেছেন এবং সিলিকন ভ্যালিতেও তাদের উপস্থিতি চোখে পড়ার মতো। ফড়নবিশের মতে, ভারতের ‘জেন-জি’ প্রজন্মের চিন্তাভাবনা নেপালের তরুণদের থেকে ভিন্ন।
রাহুল গান্ধীকে কটাক্ষ করে তিনি বলেন, “রাহুল গান্ধী সব কৌশল চেষ্টা করে দেখেছেন। তিনি মনে করেন, জেন-জি প্রজন্মের কাছে আবেদন করে তিনি কিছু অর্জন করতে পারবেন। কিন্তু, জেন-জি-র চোখে রাহুল গান্ধীর মূল্য কী, আমরা তা বলতে চাই না।” ফড়নবিশের এই মন্তব্য দুই পক্ষের মধ্যে নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।