নিউটাউন বিশ্ববাংলা সরণীতে ঘটল পথ দুর্ঘটনার ঘটনা। বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক পথচারী যুবক। অল্পবিস্তর আহত হয়েছেন বাইক চালকও।
ঘটনাটি ঘটেছে নিউটাউন বিশ্ববাংলা গেটের কাছে। এক যুবক যখন রাস্তা পার হচ্ছিলেন, তখনই বিশ্ববাংলা গেটের দিক থেকে ইকোপার্কের দিকে দ্রুত গতিতে যাওয়া একটি বাইক তাঁকে ধাক্কা মারে।
উদ্ধারকার্য: দুর্ঘটনার পরেই স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত পথচারীকে উদ্ধার করেন।
পুলিশের তৎপরতা: খবর পেয়ে ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত পথচারীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।
এই দুর্ঘটনায় পথচারী যুবক গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে। বাইক আরোহীও অল্প আঘাত পেয়েছেন।