বেঙ্গালুরুর গোবিন্দরাজনগরে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে একজন ৩৫ বছর বয়সী স্বামী তাঁর ২৯ বছর বয়সী স্ত্রী এবং তার পরিবারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। স্বামীর অভিযোগ, বিয়ের তিন মাসের মধ্যেই স্ত্রী তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন এবং ২ কোটি টাকা দাবি করেন।
পুলিশকে দেওয়া অভিযোগে স্বামী জানান, ২৫ মে ২০২৫ তারিখে তাঁদের বিয়ে হয় এবং তাঁরা বেঙ্গালুরুর একটি বিলাসবহুল ফ্ল্যাটে একসঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু বিয়ের তিন মাসের মধ্যেই পরিস্থিতি খারাপ হতে শুরু করে। স্ত্রী তাঁর ওপর যৌন অক্ষমতার অভিযোগ তোলেন এবং দাবি করেন যে, বিয়ের পর তাঁদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক স্থাপিত হয়নি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্ত্রী ক্ষতিপূরণ বাবদ ২ কোটি টাকা দাবি করেন।
স্বামী চিকিৎসকের পরামর্শ নিতে রাজি হন। মেডিক্যাল পরীক্ষায় চিকিৎসকরা নিশ্চিত করেন যে, তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং যৌন সম্পর্কে সক্ষম। ডাক্তাররা দু’জনকেই মানসিক চাপমুক্ত থাকতে এবং ধৈর্য ধরার পরামর্শ দেন। কিন্তু ডাক্তারের রিপোর্ট জানার পরও স্ত্রী তাঁর আচরণ পরিবর্তন করেননি। এরপরই স্বামী পুলিশের দ্বারস্থ হয়ে পুরো ঘটনাটি জানান এবং স্ত্রীর বিরুদ্ধে হয়রানি ও অর্থ দাবির অভিযোগ আনেন।