দিল্লির নিজামুদ্দিনে একটি তুচ্ছ পার্কিং বিবাদকে কেন্দ্র করে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির তুতো ভাই আসিফ কুরেশি। বৃহস্পতিবার রাতে জংপুরা ভোগাল লেনের নিজ বাড়ির সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, গাড়ি পার্কিং নিয়ে দুই ব্যক্তির সঙ্গে বিবাদের জেরে আসিফকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সঙ্গে জড়িত দুই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের কাছে দেওয়া বয়ানে আসিফের স্ত্রী শায়নাজ কুরেশি জানান, অভিযুক্ত ব্যক্তিরা প্রায়শই তাঁদের বাড়ির সামনে নিজেদের বাইক পার্ক করতেন। এর আগেও এই নিয়ে একাধিকবার তাঁদের মধ্যে ঝামেলা হয়েছিল। বৃহস্পতিবার রাতে কর্মস্থল থেকে ফিরে আসিফ দেখেন, অভিযুক্তরা আবার বাড়ির সামনে বাইক রেখেছেন। তিনি বাইক সরাতে বললে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত সহিংস রূপ নেয়। শায়নাজের অভিযোগ, অভিযুক্তরা প্রথমে আসিফকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালায়।
আসিফের পরিবারের সদস্যদের অভিযোগ, শুধুমাত্র পার্কিং নিয়ে হওয়া সামান্য বিবাদের কারণেই এমন নির্মমভাবে আসিফকে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। এই ঘটনায় এখনো পর্যন্ত অভিনেত্রী হুমা কুরেশির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সামান্য একটি বিষয় নিয়ে এমন হিংসাত্মক ঘটনায় নিজামুদ্দিন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছে এবং পরিস্থিতি খতিয়ে দেখছে।