পুজো উদ্বোধন মঞ্চ থেকে ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

শারদীয় দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করে আরও একবার ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি কাউন্সিলর সজল ঘোষের উদ্যোগে আয়োজিত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করেন তিনি।

অমিত শাহ বলেন, পুজো মঞ্চে তিনি দুর্গা মায়ের কাছে বিশেষ প্রার্থনা করেছেন:

“আমি দুর্গা মায়ের কাছে প্রার্থনা করেছি, আগামী নির্বাচনের পর বাংলায় এমন সরকার তৈরি হবে যা সোনার বাংলা নির্মাণ করবে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য স্পষ্ট করে যে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় সরকার গড়ার লক্ষ্য নিয়েই ঝাঁপিয়ে পড়তে চাইছে। পুজো উদ্বোধনের মঞ্চ থেকে তাঁর এই মন্তব্য স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা সৃষ্টি করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy