নাবালিকাকে ভুলিয়ে মধ্যপ্রদেশে নিয়ে এসে সহবাস, মহারাষ্ট্র-উত্তরপ্রদেশ পুলিশে তোলপাড়! করণী সেনার তৎপরতায় গ্রেফতার মূল অভিযুক্ত

মধ্যপ্রদেশের ইন্দোরের হিরানগর এলাকা থেকে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। করণী সেনার (Karni Sena) দাবি, ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) সিনেমার আদলে এক হিন্দু নাবালিকাকে ব্রেনওয়াশ করে অপহরণ করা হয়েছে। করণী সেনার কর্মকর্তারা এক মুসলিম যুবককে ওই নাবালিকার সঙ্গে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। অভিযুক্ত যুবক মহারাষ্ট্রের বাসিন্দা, সে উত্তরপ্রদেশের বান্দা (Banda) থেকে নাবালিকাকে ভুলিয়ে নিয়ে এসেছিল।

৬ বছরের সম্পর্ক, খুন ও সন্তানকে ফেলে দেওয়ার অভিযোগ
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত সরফরাজ (Sarfaraj), যে কিনা মহারাষ্ট্রের বাসিন্দা, সে বেশ কয়েক বছর ধরে এই নাবালিকার সঙ্গে ছিল। এই সময়ে নাবালিকা একটি সন্তানও প্রসব করেছিল, যা অভিযুক্ত সরফরাজ কোথাও ফেলে দিয়েছে বলে অভিযোগ।

পুরো ঘটনা জানার পর করণী সেনার কর্মকর্তারা হিরানগর এলাকা থেকে অভিযুক্ত সরফরাজ এবং নাবালিকাকে ধরে পুলিশে সোপর্দ করেন। করণী সেনার কর্মকর্তাদের দাবি, তাদের জেরার মুখে অভিযুক্ত সরফরাজ স্বীকার করেছে যে সে ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রের ধাঁচেই এই সব করছিল। তার উদ্দেশ্য ছিল নাবালিকার ব্রেনওয়াশ করে অন্য কোনও জায়গায় নিয়ে যাওয়া।

মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ পুলিশের তৎপরতা
জানা গেছে, অভিযুক্ত যুবক নাবালিকাকে বান্দা থেকে পালিয়ে এনে মহারাষ্ট্র সহ আরও বেশ কয়েকটি জায়গায় নিয়ে গিয়েছিল। পুলিশি তদন্তে উঠে এসেছে যে অভিযুক্ত সরফরাজের বিরুদ্ধে মহারাষ্ট্রেও বেশ কয়েকটি ফৌজদারি মামলা দায়ের রয়েছে। খবর পেয়ে মহারাষ্ট্র পুলিশ ইন্দোরে পৌঁছে সরফরাজকে নিজেদের সঙ্গে নিয়ে গেছে।

অন্যদিকে, যে নাবালিকাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল, তার নিখোঁজ হওয়ার অভিযোগ উত্তরপ্রদেশের বান্দা জেলায় আগেই দায়ের করা ছিল। সেই সূত্র ধরে উত্তরপ্রদেশ পুলিশ আজ নাবালিকার বাবার সঙ্গে ইন্দোরের হিরানগর থানায় পৌঁছায়।

বর্তমানে পুরো বিষয়টি বাল কল্যাণ সমিতি (Child Welfare Committee) -এর বিচারাধীন রয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ এখন সমিতির সামনে উপস্থিত হয়ে মেয়েটিকে তাদের সঙ্গে উত্তরপ্রদেশে নিয়ে যাবে। এর পরে, ইন্দোরে নথিভুক্ত মামলা ছাড়াও উত্তরপ্রদেশে অভিযুক্ত সরফরাজের বিরুদ্ধে ধর্ষণ এবং পকসো আইনে (POCSO Act) মামলা দায়ের করা হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy