নন্দকুমারে নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ, অর্কেস্ট্রা মালিক গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজত

পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে এক মহিলা নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে অর্কেস্ট্রা দলের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা তরুণীর অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করে নন্দকুমার থানার পুলিশ। শনিবার অভিযুক্তকে তমলুক আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

গত ১ অগাস্ট নির্যাতিতা তরুণী নন্দকুমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, গত ১০ জুলাই তাকে ধর্ষণ করা হলেও ঘটনার কথা কাউকে না জানানোর জন্য অভিযুক্ত তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। শুধু তাই নয়, তার মা-বাবাকেও একই ধরনের হুমকির শিকার হতে হয়। এই হুমকির কারণে প্রথমে ভীতসন্ত্রস্ত তরুণী মুখ খুলতে পারেননি। পরবর্তীতে ভয় কাটিয়ে তিনি পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।

পুলিশ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেয়। অভিযুক্ত অর্কেস্ট্রা দলের মালিককে গ্রেফতার করা হয়। তরুণীর সাহস ও পুলিশের তৎপরতা সমাজের সামনে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। নির্যাতিতা তরুণী সংবাদমাধ্যমের সামনে এসে তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, “আমার পাশে এতদিন কেউ দাঁড়ায়নি। আমাকে ভয় দেখানো হয়েছিল। আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। আমার মা-বাবাকেও প্রাণে মারার হুমকি দিয়েছিল। শেষ পর্যন্ত আমি এখন অভিযোগ জানিয়েছি।”

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, নন্দকুমারের ওই সমস্ত এলাকায় গরিব পরিবারের মেয়েদের নাচের অনুষ্ঠানে সুযোগ দেওয়ার নাম করে বিভিন্ন খারাপ কাজে ব্যবহার করা হচ্ছে। গোটা বিষয়ে পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি। তমলুকের বিজেপি নেতা সুদীপ দাস এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

যদিও বিরোধীদের এই অভিযোগ মানতে নারাজ শাসক দল তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূল নেতা পার্থসারথী দাস দাবি করেছেন, পুলিশ তার কাজ ঠিকভাবেই করছে এবং অপরাধীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা সমাজে নারী সুরক্ষার বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জোরালো হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy